নেপালে বাংলাদেশ দূতাবাসে নিরাপদে তারকারা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/26/photo-1430028024.jpg)
গতকাল শনিবার দুপুরে নেপালে ভূমিকম্পের সময় শুটিং করছিলেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, কল্যাণ কোরাইয়া, রুনা খান, নোমিরাসহ আরো অনেকে। ভূমিকম্পের পর অনিশ্চিত হয়ে পড়েছিল তাঁদের নিরাপত্তা। তবে এখন তাঁরা মোটামুটি নিরাপদ; অবস্থান করছেন নেপালের বাংলাদেশ দূতাবাসে।
অভিনেতা কল্যাণ কোরাইয়া আজ সকালে ফেসবুক আলাপে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেন, তাঁরা এখন ভালো ও নিরাপদে অবস্থানে আছেন। এখন রয়েছেন নেপালের বাংলাদেশ দূতাবাসে। যত দ্রুত সম্ভব দেশে ফেরার চেষ্টা করবেন তাঁরা।
ভূমিকম্পের কবলে পড়ে তারকাদের মধ্যে আঘাত পেয়েছেন কয়েকজন। এর মধ্যে শিল্পী রুনা খান হাতে-পায়ে বেশ ভালো ব্যথা পেয়েছেন।
অভিনেত্রী রুনা খান সকালে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন :
‘সারা রাত কিছু সময় পর পর কেঁপেছে নেপাল....
ভুমিকম্প চলছেই সারারাত....
সরকারি ভাবে নির্দেশ দিয়েছে...
কেউ ঘরে থাকবে না...
সবাই রাস্তা...খোলা জায়গায় থাকবে ৪৮ ঘন্টা...
বাংলাদেশ এম্বাসিতে আছি আমরা....
পুরো নেপালই অনিরাপদ..অরক্ষিত...
কিন্তু আমরা দেশে ফিরব ইনশাআল্লাহ্...
সবার সাথে দেখা হবে...
আমার বিশ্বাস...
আল্লাহ ভরসা...’
গত ২০ এপ্রিল আসছে ঈদ উপলক্ষে ‘হলিডে’ নাটকের শুটিংয়ের জন্য নেপালে পাড়ি দেন শাহরিয়ার নাজিমের দল। কাঠমান্ডু, নাগরকোটসহ বেশ কয়েকটি জায়গায় শুটিং করেন তাঁরা। নাটকটি পরিচালনা করছেন শাহরিয়ার নাজিম জয়।