স্বপ্নের ইরাবতিতে প্রতিবাদী জিনিয়া
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/01/photo-1430426197.jpg)
গ্রামের নাম ইরাবতি। কুসংস্কারে ভরপুর এক গ্রাম। শহরের শিক্ষিত এক তরুণী তাঁর গ্রামের বাড়ি ইরাবতিতে বেড়াতে যান। প্রতিবাদ করেন কুসংস্কারগুলোর। সচেতন করতে থাকেন গ্রামের মানুষকে। শিগগিরই এমন এক চরিত্রে দেখা যাবে প্রতিভাবান অভিনেত্রী জিনিয়া খন্দকারকে।
নাটকটির নাম ‘স্বপ্নের ইরাবতি’। তনিমা হামিদের রচনায় এটি পরিচালনা করেছেন ফাল্গুনী হামিদ। চলতি সপ্তাহেই নাটকটির শুটিং শুরু হয়েছে। একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে করা নাটকটি বিটিভিতে প্রচারিত হবে। জিনিয়া ছাড়াও এতে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, শাহরিয়ার নাজিম জয়, তনিমা হামিদ, মৌটুসী বিশ্বাস প্রমুখ।
নাটকটি সম্পর্কে জিনিয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘একটা গ্রামে যত কুসংস্কার থাকে, তা তুলে ধরা এবং মানুষকে এসব ব্যাপারে সচেতন করাই নাটকটির মূল উদ্দেশ্য। এ নাটকে আমি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কাজ করেছি। ফাল্গুনী হামিদের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। তাঁর সঙ্গে কাজ করেও দারুণ লেগেছে।’
নাটকে নিজের চরিত্র সম্পর্কে জিনিয়া বলেন, ‘আমি শহরে বাস করা শিক্ষিত মেয়ে। আমার দাদি গ্রামে থাকেন। তিনি গ্রামে বেশ প্রভাবশালী। তাঁকে দেখতে আমি গ্রামে গেলে সেখানকার কুসংস্কারগুলো চোখে পড়ে। আমি সেগুলোর প্রতিবাদ করি। মানুষকে সচেতন করার চেষ্টা করি। নাটকটিতে কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদী এক মেয়ের চরিত্রে দেখা যাবে আমাকে।’
প্রতিশ্রুতিশীল অভিনেত্রী জিনিয়ার প্রথম নাটক কায়সার আহমেদের ‘অবগুণ্ঠন’। এর পর কায়সার আহমেদ পরিচালিত ‘উত্তরাধিকার’, সৈয়দ শাকিল পরিচালিত ‘স্ক্যান্ডাল’, জাহিদুল ইসলাম বিপ্লব পরিচালিত ‘পালাবার পথ নেই, মানিক মানবিক পরিচালিত ‘সংসার সুখের হয় বেদনার গুণে’, শহীদুজ্জামান সেলিম পরিচালিত ‘ডিবি’, মোহন খান পরিচালিত ‘নীড় খোঁজে গাংচিল’, মাহফুজ আহমেদ পরিচালিত ‘মাগো তোমার জন্য’, হাফিজউদ্দিন পরিচালিত ‘সাত পুরুষের ঢাকা’, সঞ্জীব সরকার পরিচালিত ‘মামাবাড়ির আবদার’সহ প্রচুর নাটকে কাজ করেছেন তিনি। এ মুহূর্তে তাঁর অভিনীত পাঁচটি ধারাবাহিক নাটক বিভিন্ন টেলিভিশনে প্রচারিত হচ্ছে। কাজ চলছে তিন-চারটি ধারাবাহিক নাটকের। নাটকের বাইরে ‘হাই ফ্যাশন গ্যালারি’, ‘হুইল’, ‘প্রাণ পটেটো ক্র্যাকার্স’সহ ১০-১২টি বিজ্ঞাপনের মডেল হয়েছেন জিনিয়া। মঞ্চনাটকে অভিনয় করেছেন টানা দুই বছর।