এনটিভিতে শাকিব-অপুর ‘দুই পৃথিবী’

ঢাকাই চলচ্চিত্রের দর্শকরা কয়েক বছর ধরেই জানেন ঈদ মানেই শাকিব খান ও অপু বিশ্বাসের নতুন ছবি মুক্তি পাবে। আর শাকিব-অপুর ছবি ব্যবসায়িক সাফল্যও ধরে রেখেছিল ধারাবাহিকভাবে। গত ঈদেও শাকিব অপু-জুটির ছবি মুক্তি পেয়েছে। কিন্তু এই ঈদে কোনো ছবি মুক্তি পাচ্ছে না এই জুটির। বড়পর্দায় মুক্তি না পেলেও ছোটপর্দায় কিন্তু ঠিকই উপস্থিত থাকছেন শাকিব ও অপু। এবারের ঈদে দর্শকদের জন্য এনটিভিতে থাকছে এই জনপ্রিয় জুটির চলচ্চিত্র ‘দুই পৃথিবী’। আগামীকাল বুধবার সকাল ১০টা পাঁচ মিনিটে এফআই মানিক পরিচালিত ছবিটি এনটিভিতে দেখানো হবে। গত বছর ২০১৫ সালের ৫ জুন মুক্তি পেয়েছিল তারকাবহুল এই ছবিটি। ছবিতে শাকিব, অপু ছাড়াও সহ-নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন অহনা।
শাকিব-অপু জুটি সম্পর্কে এফআই মানিক বলেন, ‘আমার ছবি ‘কোটি টাকার কাবিন’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিল শাকিব-অপু জুটি। এরপর আমি অনেক ছবি করেছি এই জুটিকে নিয়ে। তাদের মধ্যে বোঝাপড়াটা অনেক ভালো। আবার এই জুটির সঙ্গে আমার বোঝাপড়াটা আরো ভালো। এই ছবিতে আমি চেষ্টা করেছি। তাদের রসায়নটা সঠিকভাবে কাজে লাগাতে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’
ঈদে তারকাবহুল ছবি প্রসঙ্গে পরিচালক এফআই মানিক বলেন, ‘একটা সময় ছিল যখন দর্শক তারকাবহুল ছবি দেখতে পেতেন। সেখানে কে কার চেয়ে ভালো অভিনয় করবেন, সেই বিষয়ে একধরনের প্রতিযোগিতা চলত। একই স্ক্রিনে যখন একাধিক তারকা থাকেন, তখন তাদের মধ্যে একধরনের যুদ্ধ হয়। যেটি দর্শক উপভোগ করেন। তারকাবহুল ছবি দর্শক এখন তেমন দেখতে পান না। আমার এই ছবিতে কাজ করেছেন ডলি জহুর, আলীরাজ, আলমগীর, দিতির মতো বড় বড় তারকা।’
ছবির গল্প নিয়ে পরিচালক বলেন, ‘এটি চমৎকার গল্পের ছবি। এ ধরনের ছবির জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করে। বেশ কিছু দিন অপুর কোনো খবর নেই, তাদের ছবির জন্য দর্শক অপেক্ষায় থাকেন। আমাদের বিশ্বাস, ‘দুই পৃথিবী’ শাকিব-অপু ভক্তদের অপেক্ষারই অবসান ঘটাবে, ঈদকে আরো চাঙ্গা করে তুলবে।’