নাটকের নাম ‘নোটিফিকেশন’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/06/photo-1430911722.jpg)
‘নোটিফিকেশন’ নাটকের শুটিয়ের ফাঁকে নাঈম, পিয়া বিপাশা ও ইভান। ছবি : সংগৃহীত
প্রেমে সংঘাত থাকবে না, এটা কি সম্ভব? পৃথিবীতে সফল প্রেম মানেই তাতে থাকতে হবে সংঘর্ষ আর দ্বন্দ্ব। বন্ধুত্ব, সংঘাত আর প্রেমের নাটক নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে নাটক ‘নোটিফিকেশন’।
আবদুল্লাহ আল হৃদয় পরিচালনায় নাটকের প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন নাঈম, পিয়া বিপাশা ও উপস্থাপক ইভান।
পরিচালক হৃদয় বলেন, ‘তরুণ প্রজন্মের গল্প নিয়ে নাটকটি বানিয়েছি। আর উপস্থাপনেও রয়েছে অনেক চমক। নাটকটি নিয়ে আমি অনেক আশাবাদী।’
অভিনেত্রী পিয়া বিপাশা বলেন, ‘নাঈম ভাই ও ইভানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল চমৎকার। তাঁরা দুজনেই অনেক মজার মানুষ। হাসাতে অনেক পছন্দ করেন।
শুটিংয়ের ফাঁকে আমরা ছবি তুলেছি, অনেক মজা করেছি। আশা করছি নাটকটি এ সময়ের ছেলেমেয়েদের অনেক ভালো লাগবে।’
উত্তরার বিভিন্ন মনোরম লোকেশনে ‘নোটিফিকেশন’ নাটকের দৃশ্য ধারণ করা হয়েছে বলে জানান পরিচালক।