অভিনয়ে মন দেবেন ‘হার না মানা’ ঝুমুর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/06/photo-1430921013.jpg)
পড়ালেখা, সৌন্দর্য, প্রতিভা—কোনো দিকেই কমতি নেই তাঁর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ফাইনাল পরীক্ষা দিয়েছেন। মডেলিংয়ের মাধ্যমে পেয়েছেন ঈর্ষণীয় সফলতা।
ফেয়ার অ্যান্ড লাভলি, গ্রামীণফোন, এয়ারটেল, ভিট, সানসিল্ক, স্যামসাং, ব্লুপ, সিঙ্গার, সেনোরাসহ বিভিন্ন পণ্যের মডেল হয়েছেন। কথা হচ্ছে ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতা থেকে উঠে আসা নাফিসা কামাল ঝুমুরকে নিয়ে। ওই প্রতিযোগিতায় হাজার হাজার প্রতিযোগীকে টপকে সেরা দশে উঠেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন পরীক্ষার কারণে। সেই তিনিই এখন ভিটের ব্র্যান্ড অ্যাম্বাসাডর।
মডেলিংয়ে সফল ঝুমুর অভিনয়ও করছেন। তবে এতদিন ততটা ‘সিরিয়াস’ ছিলেন না। পড়াশোনা আর মডেলিং নিয়েই বেশির ভাগ সময় কেটেছে তাঁর। অভিনয়ের প্রসঙ্গ আসতেই ঝুমুর বললেন, ‘২০১২ সালে প্রথম নাটক করি। কিন্তু তখন সিরিয়াস ছিলাম না। তিন-চারটা নাটক, টেলিফিল্ম করার পর আর করিনি। ভার্সিটিতে পড়ালেখার চাপের কারণে অভিনয়ে সময় দিতে পারতাম না। তবে এখন আমি অনেক বেশ সিরিয়াস। যে কোনো চরিত্রে নিজেকে মানিয়ে নিতে সব দিকে শুরু থেকে খেয়াল রাখছি।’
অভিনয় নিয়ে ঝুমুর কতটা সিরিয়াস, তা স্পষ্ট হলো তাঁর পরের কথাগুলোয়, ‘ভবিষ্যতে যত ব্যস্তই হই না কেন, অভিনয় কখনো ছাড়ব না। প্রচুর অভিনয় করতে চাই। তারুণ্যের চরিত্র, চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চাই।’
ঝুমুরের প্রথম নাটক জুয়েল রানা পরিচালিত ‘নিজাম সাহেবের ভূত। এরপর ২০১৩ সালে ‘প্রাপ্তি ও পুনরাবৃত্তি’ টেলিফিল্মে অভিনয় করেছেন। ২০১৪ সালে কাজ করেন শুধু ‘৪২০ গরম পানি লেন’ নাটকে। তবে এ বছর থেকে অভিনয়ে নিয়মিত হয়েছেন ঝুমুর। নতুন করে শুরুটা রাহাত রহমানের ‘মাংকি বিজনেস’ টেলিফিল্মের মধ্য দিয়ে। ঝুমুর জানালেন, আসছে ঈদে প্রচারিত হবে রাসেল সিকদার পরিচালিত ‘কোয়াইট প্লিজ’ এবং ’৪৮ আওয়ার্স জার্নি’ নাটক দুটি। দেশ টিভির ধারাবাহিক নাটক ‘নাইন অ্যান্ড হাফ’-তেও সম্প্রতি কাজ শুরু করেছেন তিনি।
ঝুমুর প্রথম পরিচিতি পান ফেয়ার অ্যান্ড লাভলির ‘হার না মানা নারী’ বিজ্ঞাপনের মাধ্যমে। গলায় ক্যামেরা ঝুলিয়ে তিনি ফটোসাংবাদিক। হরতাল, সহিংসতাকে তুচ্ছ মনে করে এগিয়ে চলেছেন তিনি। বাস্তবেও ‘হার না মানা’ ঝুমুরের ওই বিজ্ঞাপনটি অসংখ্য নারীর অনুপ্রেরণার উৎস হয়ে আছে। এরপর ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে ‘ফেয়ার অ্যান্ড লাভলি ম্যাক্স ফেয়ারনেস’, প্রথমবারের মতো বাংলাদেশে ভিটের করা বিজ্ঞাপনের মাধ্যমে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যান ঝুমুর। টেলিভিশন বিজ্ঞাপনের বাইরে ফ্যাশন হাউসগুলোতে নিয়মিত মডেলিং করছেন তিনি।
পত্রিকা-ম্যাগাজিনের জন্য ফটোশুট তো আছেই। পড়াশোনার অধ্যায় শেষ বলে ঝুমুরের ব্যস্ততার সঙ্গে নতুন করে যুক্ত হলো অভিনয়।