পাকিস্তান যাচ্ছে ‘শোলে’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/06/photo-1423224436.jpg)
গান, সংলাপ কি দৃশ্য- চল্লিশ বছর ধরেই দর্শক মাতিয়ে রেখেছে ভারতের সফল ওয়েস্টার্ন চলচ্চিত্র ‘শোলে’। ১৯৭৫ সালে মুক্তির পরপরই সাড়া জাগিয়েছিল রমেশ সিপ্পি পরিচালিত এই ছবি। এখনো এতটুকু আবেদন কমেনি এই চলচ্চিত্রের।
গত ৪০ বছর ধরে বলিউড দুনিয়াকে কাঁপিয়ে ছবিটি এখন মুক্তি পেতে চলেছে পাকিস্তানের প্রেক্ষাগৃহে। পাকিস্তানে ছবিটির আমদানিকারক মান্দভিওয়ালা এন্টারটেইনমেন্টের কর্ণধার এবং ব্যবস্থাপনা পরিচালক নাদিম মান্দভিওয়ালার বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে এনডিটিভি।
মান্দভিওয়ালা ছবিটি মুক্তি দেওয়া প্রসঙ্গে বলেন, “শোলে’ নিঃসন্দেহে সর্বকালের সেরা ছবি, যা পাকিস্তানে কখনো মুক্তি পায়নি। পাকিস্তানের দর্শকরা সিনেমা হলে গিয়ে এই ছবি দেখা থেকে বঞ্চিত হয়েছে। তাই যাঁরা এই ছবিটি দেখতে ইচ্ছুক, তাঁদের জন্য আমরা একটি সুযোগ তৈরি করে দিচ্ছি।”
২০১৪ সালে নতুন প্রজন্মের জন্য এই ছবির ত্রিমাত্রিক সংস্করণ অর্থাৎ থ্রিডি ফরম্যাটে রূপান্তর করা হয়েছিল। বর্তমান প্রজন্মকে অসাধারণ এ ছবির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এর একমাত্র উদ্দেশ্য ছিল। পাকিস্তানেও ‘শোলে’ থ্রিডি এবং টুডি, দুই ফরম্যাটেই দেখানো হবে।
মান্দভিওয়ালা আরো জানান, ‘ছবিটি অবশ্য খুব ব্যাপকভাবে মুক্তি পাচ্ছে না। আর প্রদর্শনীর সংখ্যাও বেশি হবে না। পাকিস্তানে মার্চের ২৩ তারিখ সাপ্তাহিক ছুটি তাই সম্ভবত মার্চের ২০ তারিখ ছবিটি মুক্তি দেওয়া হবে।’
পাকিস্তানের প্রেক্ষাগৃহে এর আগেও থ্রি-ডি ফরম্যাটের চলচ্চিত্র মুক্তি পেয়েছিল কিন্তু কোনোবারই জয় করতে পারেনি দর্শকদের মন। থ্রি-ডি ফরম্যাট নিয়েও চল্লিশ বছরের পুরোনো ‘শোলে’ কি পারবে পাকিস্তানি দর্শকদের মন জয় করতে?