আজ এনটিভিতে বিশেষ নাটক
‘ছায়াবৃত্তে শেষের কবিতা’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/08/photo-1431067395.jpg)
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘ছায়াবৃত্তে শেষের কবিতা’। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস ‘শেষের কবিতা’র অনুপ্রেরণায় নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, তিশা, টয়া, রমিজ রাজু ও অধরা পিয়া।
নাটকটি সম্পর্কে পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, ‘রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে বিশেষ নাটক বানাতে পেরে অনেক ভালো লাগছে। তিশা, নিশো সব সময় অনেক ভালো অভিনয় করেন। এই কাজটিও চমৎকার হয়েছে। আশা করছি, নাটকটি দর্শকনন্দিত হবে।’
নাটকের গল্পে দেখা যাবে, জয়িতার স্বামী মাহিন মানুষটি একটু আত্মভোলা টাইপের। রোগী দেখা, রিসার্চ করা আর পড়াশোনার বাইরে কিছুই বোঝে না। জয়িতার প্রয়োজনের সবকিছুই সে পেয়ে যায়, শুধু স্বামীর সঙ্গ ছাড়া। জয়িতা শুরুতে বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও পরে আর মানিয়ে নিতে পারে না। একের পর এক বই পড়ে জয়িতা তার শূন্যতা ভুলে থাকতে চায়। অনেক ধরনের বই পড়ে সে। কিন্তু একটা বই থেকে সে সব সময় দূরে থাকে—শেষের কবিতা।’