এনটিভিতে মা দিবসের নাটক ‘আপন কথা’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/09/photo-1431152463.jpg)
মা মাধবী আর মেয়ে রূপা। দুজনের ছোট্ট সুখের সংসার। মাধবী সারাদিন পরিশ্রম করে যতটুকু উপার্জন করে তা দিয়ে সংসার চলে। রূপার নতুন জামা, কসমেটিকস, পড়াশোনার খরচ, গল্পের বই কেনা, সিনেমা দেখা, ঘুরে বেড়ানো সবকিছুরই জোগান দেন মা।
নিজের দিকে তাকানোর কোনো সময় নেই মাধবীর। মেয়ে আর সংসার নিয়ে ব্যস্ত সে। রূপার সাথে দারুণ সম্পর্ক তানিমের। ওরা পরস্পরকে ভালোবাসে, বিশ্বাস করে। কিন্তু মা মাধবী সবসময় মেয়েকে সাবধান করে, ভেবে-চিন্তে পথ চলার পরামর্শ দেয়। মায়ের এই অতি সাবধানতা ভালো লাগে না রূপার। বিরক্ত হয়, কিন্তু মুখে কিছু বলতে পারে না, কারণ মাকেও সে ভীষণ ভালোবাসে।
মা দিবসের বিশেষ নাটক ‘আপন কথা’র গল্পে এমনটাই দেখা যাবে আজকে এনটিভির পর্দায়। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। মাধবী চরিত্রে রিচি সোলায়মান ও রুপা চরিত্রে তানজিন তিশা অভিনয় করেছেন।
মা দিবসের বিশেষ নাটক তাই দর্শক এখান থেকে কী গ্রহণ করবে এমন প্রশ্নের জবাবে এক কথার উত্তর দিলেন চয়নিকা চৌধুরী- ‘জন্ম দিলেই মা হওয়া যায় না।’
চয়নিকা চৌধুরী আরো বলেন, ‘মায়ের সঙ্গে কারো তুলনা হয় না। আমার প্রত্যেক নাটকে রোমান্টিকতার ছোঁয়া থাকলেও মা-বাবা ও পরিবারকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়। নাটকটি প্রতিটি পরিবার যদি দেখে তাদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।’
অভিনেত্রী তানজিনা তিশা বলেন, ‘এই ধরনের চরিত্রে কাজ করার সুযোগ পেয়ে অনেক ভালো লেগেছে। আশা করছি নাটকটি দেখে সবার মন জুড়িয়ে যাবে।’
আগামীকাল রোববার মা দিবস। এ উপলক্ষে এনটিভিতে আজ রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘আপন কথা’। নাটকটিতে আরো অভিনয় করেছেন মাজনুন মিজান ও রবিন।