কেমন চলছে ববির ‘অ্যাকশন জেসমিন’
বাংলাদেশের ৮৩টি সিনেমা হলে চলছে নায়িকা ববির ‘অ্যাকশন জেসমিন’। কিন্তু এই ছবির গল্পের সঙ্গে আগের একটি ঢাকাই চলচ্চিত্রের মিল থাকায় হতাশ হচ্ছেন অনেক দর্শক। তাই অনেকেই ছবি শেষ না করেই সিনেমা হল থেকে বের হয়ে যাচ্ছেন। ‘অ্যাকশন জেসমিন’ নিয়ে এমন প্রতিক্রিয়াই জানালেন রাজধানীর পূর্ণিমা সিনেমা হলের সহকারী ম্যানেজার ঝন্টু মিয়া। তিনি জানান, দেড় লাখ টাকার বিনিময়ে এই ছবি সিনেমা হলে আনা হয়েছিল অনেক আশা করে। কিন্তু এখন সিনেমা চালানোর খরচই তোলা সম্ভব হচ্ছে না।
ঝন্টু মিয়া আরো জানান, ‘নকল ছবি এখন আর দর্শক দেখতে চায় না। এখন সবার বাসাতেই ডিশ কানেকশন আছে। ‘রাউড়ি রাঠোর’ ছবিটি সব শ্রেণির দর্শক দেখেছে যে কারণে পরের দৃশ্যে কী হবে তা আগে থেকেই জানে দর্শক। মূল ছবিতে যে ধরনের লোকেশন ব্যবহার করা হয়েছে, আমাদের একই দৃশ্যে অতিপরিচিত লোকেশনে ওই একই দৃশ্য করায় ছবিটি অনেক দুর্বল লেগেছে।
ঝন্টু আরো বলেন, “আবার সবাই যে ‘রাউড়ি রাঠোর’ ছবিটি দেখেছে তা নয়। এক শ্রেণির দর্শক আছে, যারা সাধারণত হলে এসেই বড় পর্দায় ছবি দেখতে চায়। যারা শুধু সিনেমা হলে এসে ছবি দেখে, তারাও এর আগে এই ছবির গল্প দেখেছে। নায়ক মান্না অভিনীত ছবিটির নাম ‘উল্টা পাল্টা’। ‘রাউড়ি রাঠোর’ যে তেলেগু ছবি থেকে করা হয়েছে, সেই ‘ভিকরামারকুড়ু’ ছবি থেকে নায়ক মান্নার ছবিটিও নকল করা হয়েছিল। কিন্তু ওই ছবিতে নায়ক মান্নার অভিনয় এত শক্তিশালী ছিল যে, এই ছবিতে নায়িকা ববিকে পুতুল মনে হচ্ছে।”
গত ১৫ মে মুক্তি পেয়েছে নায়িকা ববি অভিনীত ও ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অ্যাকশন জেসমিন’ ছবিটি। সমালোচকদের মতে, ছবির কাহিনী ভারতের ‘রাউড়ি রাঠোর’-এর অনুরূপ হলেও একটু অন্যরকম। সেখানে প্রধান জোড়া চরিত্রে অক্ষয় ছিলেন পুলিশ এবং চোর, এখানে প্রধান জোড়া চরিত্রে রয়েছে নারী। এ ছবিতে আইটেম গানে আছেন নায়িকা ববি নিজেই! ‘অ্যাকশন জেসমিন’ ছবিতে মারামারির দৃশ্যগুলো ধারণ করা হয়েছে ঢাকাতেই।
আজ রোববার দুপুরে পূর্ণিমা হল থেকে ছবি দেখে বের হওয়ার পর রফিক নামের এক রিকশাচালক বলেন, ‘এই ছবি আরো ১০ বছর আগেই দেখেছি। মান্না ভাই করেছিল। মান্না ভাইয়ের একটা ডায়লগ, ববির পুরো ছবির সমান। এরপরও এলাম নায়িকাকে দেখতে। পুরো ছবিতেই নায়িকা ববি টাইট জামাকাপড় পরে অভিনয় করেছে। আমার দেখতে ভালো লেগেছে। কিন্তু সে অভিনয় জানে না।’
এ ছবি প্রসঙ্গে ববি বলেন, ‘প্রায়ই প্রশ্ন উঠছে ছবির গল্প ও কাহিনী নিয়ে। তাদের আশ্বস্ত করতে চাই এই বলে যে কাহিনীর কিছুটা মিল থাকলেও চিত্রায়ন ও চিত্রনাট্যে অনেক পার্থক্য রয়েছে। সবচেয়ে বড় কথা, যে ছবি নিয়ে প্রশ্ন উঠেছে সে ছবিতে প্রধান চরিত্র নায়ক। এখানে প্রধান চরিত্র নায়িকা, অর্থাৎ আমি। তামিল, তেলেগু, হিন্দি; এমনকি টালিউডেও সেই ছবি তৈরি হয়েছে। এতটুকু আশ্বস্ত করতে পারি, অন্তত কপি পেস্ট বলে কেউ প্রশ্ন তুলতে পারবে না।’
ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে ববি বলেন, “ব্যস্ততার কারণে নিজের হোম প্রোডাকশনের ছবি ‘রক্ষা’র কাজ আপাতত স্থগিত রেখেছি। এ ছাড়া শফিক হাসানের আরো একটি ছবিতে কাজ করতে যাচ্ছি।”
ববি আরো বলেন, ‘ওপার বাংলার একটি ছবি নিয়ে শিগগিরই ব্যস্ত হয়ে উঠব। বিক্রম চোপড়ার এ ছবিতে আরো রয়েছেন ইন্দ্রনীল ও আসিফ আজিম। ছবিটির বেশির ভাগ শুটিং হবে ভূমধ্যসাগরে প্রাকৃতিক নৈসর্গে ভরা ছোট্ট দেশ মাল্টায়।’