বিতর্কিত শ্রুতি হাসান
তাঁর বাবা ভারতের চলচ্চিত্রে এক প্রবাদপুরুষ, এখনো বক্স অফিস কাঁপানো নায়ক। কিন্তু বাবা কমল হাসানের মতো শ্রুতি হাসান কাজ দিয়ে মুম্বাই কি দক্ষিণ—কোনো দিকেই তেমন সুবিধা করতে পারেননি। তবে ক্যারিয়ারের শুরু থেকেই একটি ব্যাপারে দারুণ ধারাবাহিক শ্রুতি, তা হলো বিতর্ক সৃষ্টি। কি অন-স্ক্রিন অথবা অফ-স্ক্রিন, বিতর্কের সঙ্গে নিত্য বসবাস এই সুন্দরীর। এমটিভি যাচাই করেছে এর মধ্য থেকে ‘ঐতিহাসিক’ বিতর্কগুলো।
১. নাক-কাটা কাহিনী!
শরীরটাকে স্বপ্নের মতো বানাতে কমবেশি সব অভিনেত্রীই অস্ত্রোপচারের আশ্রয় নেন। তবে এ ব্যাপারে স্বীকার করেন না কেউই, কিছু জিজ্ঞাসা করা হলেই এড়িয়ে যান। সেখানে শ্রুতি কী করলেন, সোজাসাপ্টা জানিয়ে দিলেন, নাকের গড়ন ঠিক করার জন্য যাচ্ছেন সার্জনের কাছে! ব্যস, আলোচনার ঝড় তুলতে আর কী লাগে! তার এভাবে বিষয়টি নিয়ে কথা বলা ভালো চোখে দেখেননি অনেকেই।
২. সঙ্গী যখন সিদ্ধার্থ
সিদ্ধার্থ আর শ্রুতির ‘ও মাই ফ্রেন্ড’ ছবিটি মুক্তির পর এই গুজব জোরদার হয়। সিদ্ধার্থ-শ্রুতির কেমিস্ট্রি পর্দা ছাড়িয়ে বাস্তবেও জমে ওঠে। এমনকি দুজনে একসঙ্গে থাকছেন বলেও খবর আসে গণমাধ্যমে।
৩. ফাঁস হওয়া ছবি
‘ইয়েভাদু’ ছবির শুটিংয়ের সময় গোপনে শ্রুতির কিছু ছবি তুলে ফেলা হয়েছিল। এই ছবিগুলো ‘এমনই’ ছিল যে, সে সময় ইন্টারনেটে শ্রুতির ছবি সবচেয়ে বেশি সার্চ করার তালিকায় শীর্ষে উঠে আসে।
৪. ধানুশের সঙ্গে প্রেম!
রজনীকান্তের মেয়ের জামাই এবং ‘রানঝানা’ ছবির অভিনেতা ধানুশের সঙ্গে দারুণ নাকি জমেছিল শ্রুতির প্রেম! এ নিয়ে নাকি রজনীর মেয়ে ঐশ্বরিয়াও খেপেছিলেন প্রচণ্ড, তাঁদের সংসারে নাকি রীতিমতো অশান্তিও শুরু হয়ে গিয়েছিল। এটা এতদূর গড়ায় যে শেষমেশ ঐশ্বরিয়া নিজেই বক্তব্য দিয়ে বলেন, ‘পুরো ব্যাপারটা গুজব ছাড়া আর কিছু নয়!’
৫. ‘ডি-ডে’ পোস্টার!
সিনেমার পোস্টার আজকাল বিতর্ক তোলার জন্যই বুঝি হয়! তবে ‘ডি-ডে’ ছবিতে অর্জুন রামপাল আর শ্রুতি হাসানের ‘অতি-ঘনিষ্ঠ’ ছবি বিতর্কের চেয়েও বেশি হিসেবে দেখেছে গণমাধ্যম।
৬. তামান্নার চুমু
নিরীহ চুমু নয়, একেবারে লিপলক কিস। সেটাও আবার আরেক অভিনেত্রী তামান্নাকে। চেন্নাইয়ে এক পার্টিতে এই কাণ্ড ঘটান শ্রুতি।
৭. আক্রমণ!
ভক্তদের আগ্রহ আর উচ্ছ্বাস অনেক সময়ই মাত্রা ছাড়িয়ে যায়। তা নিয়ে বেশি একটা রাগও করেন না অনেক তারকাই। তবে এক ‘ভক্ত’ রীতিমতো শ্রুতির অ্যাপার্টমেন্টে পৌঁছে তাঁকে আক্রমণ করে বসেছিলেন। বড়সড় বিপদের আগেই তাকে হাতেনাতে ধরে ফেলা হলে সে যাত্রা বেঁচে যান শ্রুতি।