এবার নিরাপত্তায় ঢেকে দেওয়া হচ্ছে সালমান খানের বাসভবন

২০২৪ সালটা মোটেও ভালো যায়নি বলিউডের ভাইজানের। আতঙ্কের মধ্যে দিয়েই দিন যাপন করতে হয়েছে সালমান খানকে। কখনো সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, কখনও আবার সকালবেলা হাঁটতে বের হয়ে খুনের হুমকি পেয়েছেন সালমানের বাবা সেলিম খান। তার উপর বিষ্ণোই গ্যাং-এর হুমকি নিত্যদিনই লেগেই ছিল। আর তাই ২০২৫-এর শুরুতেই বড় পদক্ষেপ নিচ্ছেন সালমান।বছরের শুরুতেই নিজের গ্যালাক্সি...