হোয়াইট হাউসে 'ছাইয়া ছাইয়া' গান দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত, শাহরুখের প্রতিক্রিয়ায় কী?
বলিউড সুপারস্টার শাহরুখ খান বলিউডে ৩১ বছর পূর্ণ করেছেন। ১৯৯২ সালে ২৫ জুন তার অভিনীত প্রথম ছবি 'দিওয়ানা' মুক্তি পেয়েছিল। এ উপলক্ষ্যে রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেল ‘আস্ক এসআরকে’ সেশন। কিং খান ভক্তদের সাথে দিনটি উদযাপন করার জন্য এই সিদ্ধান্ত নেন। এ সময় অনেক ভক্ত তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে জিজ্ঞাসা করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হোয়াইট হাউস সফরকালে, দক্ষিণ এশীয় ক্যাপেলা গ্রুপ পেন মশলা, শাহরুখের ১৯৯৮ সালের সিনেমা 'দিল সে'র বিখ্যাত গান 'ছাইয়া ছাইয়া' পরিবেশন করেন। যা সবাইকে মুগ্ধ করেছে।
‘আস্ক এসআরকে' সেশনে এক ভক্ত শাহরুখ খানকে জিজ্ঞেস করেন, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে 'ছাইয়া ছাইয়া' গানটি দিয়ে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানানোর সময় তিনি কেমন অনুভব করেছিলেন। এর উত্তরে অভিনেতা টুইট করেছেন, "যদি আমি সেখানে নাচতে পারতাম ভাল হত। কিন্তু তারা মনে হয় ট্রেন ভিতরে ঢুকতে দেবে না??!" কিং খানের এই গানটি একটি ট্রেনের উপর শ্যুট করা হয়েছিল। যা তখনকার সময় হিন্দি সিনেমা প্রেমীদের কাছে বিস্ময়কর ব্যাপার ছিল।
শাহরুখ খানকে সর্বশেষ ‘পাঠান’ সিনেমাতে দেখা গিয়েছিল। ৫৭ বছর হওয়া সত্ত্বেও এই সিনেমাতে তাকে অ্যাকশন দৃশ্য এবং স্টান্ট করতে দেখা গিয়েছিল। এক ভক্ত যখন তাকে এর পেছনের রহস্য জিজ্ঞেস করেন। তখন শাহরুখ উত্তর দেন, ‘আমার অনেক ব্যথানাশক ওষুধ খেতে হয়েছিল ভাই’।
বর্তমানে বলিউড কিং খান অ্যাকশন সিনেমা 'জওয়ান' নিয়ে ব্যস্ত আছেন। সেপ্টেম্বরে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাবে এই সিনেমাটি। ছবিতে আরও অভিনয় করবেন নয়নতারা, সুনীল গ্রোভার, প্রিয়মণি, বিজয় শেঠুপতি, সানিয়া মালহোত্রা এবং ঋদ্ধি ডোগরা। এ ছাড়াও, সামনে তাকে রাজকুমার হিরানি পরিচালিত 'ডুঙ্কি' সিনেমাতে দেখা যাবে। সিনেমাতে তার সাথে তাপসী পান্নু এবং ভিকি কৌশলও অভিনয় করবেন।
সূত্র- হিন্দুস্তান টাইমস