ঈদুল আজহা উপলক্ষে আজ এনটিভিতে বর্ণাঢ্য আয়োজন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সাত দিনব্যাপী এ আনন্দ আয়োজনে দেশের জনপ্রিয় তারকাদের নিয়ে বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানমালা। জেনে নিন আজ মঙ্গলবার এনটিভির পর্দায় কী কী আয়োজন থাকছে।
মঙ্গলবার (৪ জুলাই) সকাল ৮টায় ধারাবাহিক নাটক: লিভিং লিজেন্ড। পর্ব ০৫। রচনা ও পরিচালনা: মাইদুল রাকিব। সকাল ৮টা ৩০ মিনিটে বিশেষ সেলিব্রেটি শো: ডিরেক্টর ভার্সেস এক্টর। প্রযোজনা: কাজী মোহাম্মদ মোস্তফা। উপস্থাপনা: মারিয়া নূর। অংশগ্রহণে: অনিমেষ আইচ, সুমন আনোয়ার, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, আশনা হাবিব ভাবনা, মৌসুমী হামিদ ও শবনম ফারিয়া। সকাল ৯টায় একক নাটক: অস্থির দম্পতি। রচনা: পাপ্পু রাজ। পরিচালনা: মুসাফির রনি। অভিনয়ে: নিলয় আলমগীর, জে এস হিমি, মাসুম বাশার, শেখা স্বপ্না প্রমুখ। সকাল ১০টা ৫ মিনিটে বাংলা ছায়াছবি: আম্মাাজান। পরিচালনা: কাজী হায়াত। অভিনয়ে: মান্না, ডিপজল, শাবনম, মৌসুমী, আমিন খান, মিজু আহমেদ, সিরাজ হায়দার প্রমুখ।
দুপুর ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম: বৃষ্টির অপেক্ষায়। রচনা: সেরনিয়াবাদ শাওন। পরিচালনা: এল আর সোহেল। অভিনয়ে: খায়রুল বাশার, সাদিয়া আয়মান, মিলি বাশার, অনিন্দিতা মিমি, কাজল প্রমুখ। বিকেল ৫টা ১০ মিনিটে বিশেষ সঙ্গীতানুষ্ঠান: আমাদের গান। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজক: কাজী মোহাম্মদ মোস্তফা। শিল্পী: হৈমিন্তী রক্ষিত দাশ, রাজিব, লায়লা, মিলন মাহমুদ, সাদিয়া লিজা, ঝিলিক, সাগর বাউল, শফি মন্ডল, নিশি শ্রাবনী, আশিক, আলাউদ্দীন, অনন্যা আচার্য্য, প্রমি, রাফাত শাহরিয়ার, দীপা, সানজিদা রিমি, শারমিন আক্তার, আয়েশা জেবিন দীপা, দীপ্র, দূর্জয় বড়ুয়া প্রমুখ।
সন্ধ্যা ৬টা ৫ মিনিটে নৃত্যানুষ্ঠান: তাল তরঙ্গ। প্রযোজনা: ওয়াহিদুল ইসলাম শুভ্র। কোরিওগ্রাফি: কবিরুল ইসলাম রতন। অংশগ্রহণে: অপি করিম, র্যাচেল পেরিস প্রিয়াংকা, মারিয়া ফারিহ উপমা, শাওন, মন্দিরা চক্রবর্তী, রনবীর সাহা প্রমুখ। অংশগ্রহণে: অপি করিম, র্যাচেল পেরিস প্রিয়াংকা, মারিয়া ফারিহা উপমা, শাওন, মন্দিরা।
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক: লিভিং লিজেন্ড। পর্ব ০৬। রচনা ও পরিচালনা: মাইদুল রাকিব। অভিনয়ে: মারজুক রাসেল, চাষী আলম, হাসান মাসুদ, শহীদুল আলম সাচ্চু, মনিরা আক্তার মিঠু, শামীমা নাজনীন, মাহমুদুল ইসলাম মিঠু, ওয়ালিউল হক রুমি, মম মোর্শেদ, কাজী উজ্জ্বল, সেমন্তি সৌমি, ডন, নীলা ইসলাম, ববি, জেবা জান্নাত, শাকিলা পারভীন, সামান্তা পারভেজ প্রমুখ।
রাত ৭টা ৫৫ মিনিটে একক নাটক: মনে রেখা। রচনা ও পরিচালনা: সেতু আরিফ। অভিনয়ে: আরশ খান, সাদিয়া আফরিন মাহি, নাঈমা তাসনিম, সিয়াম নাসির প্রমুখ।
রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক: হঠাৎ বৃষ্টি। রচনা: আব্রাহাম তামিম। পরিচালনা: রুবেল আনুশ। অভিনয়ে: ইয়াশ রোহান, তানহা তাসনিয়া, তানজিম সাইয়ারা তটিনী প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক: ঘরজামাই প্রো ম্যাক্স। রচনা: পাপ্পুরাজ। পরিচালনা: মুসাফির রনি। অভিনয়ে: জামিল হোসেন, ফারজানা আহসান মিহি, শফিক খান দিলু, আনোয়ার শাহী প্রমুখ। রাত ১২টা ২০ মিনিটে বিশেষ সঙ্গীতানুষ্ঠান: আমাদের গান। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজক: কাজী মোহাম্মদ মোস্তফা।