জওয়ানে শাহরুখের মা দীপিকা?
ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে জওয়ান ছবির প্রিভিউ। মাত্র দুই মিনিট ১৩ সেকেন্ডের সেই টিজারে সবাইকে চমকে দিয়েছেন শাহরুখ খান। শাহরুখের একাধিক লুক দেখে ভক্তদের উচ্ছ্বাস যেন আরও বেড়ে গিয়েছে।
সোমবার (১০ জুলাই) ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড লাইফ এমন প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদন সূত্রে জানা গেছে, পুরো টিজারে শাহরুখকে কখনও দেখা গিয়েছে লাল শার্ট পরে রোমান্টিক মেজাজে আবার দেখা গিয়েছে পুরোদস্ত অ্যাকশন হিরো রূপে। টিজারে ‘কিং খান’ ছাড়াও দেখা মিলেছে দক্ষিণের সুপারস্টার বিজয় সেতুপতি ও নয়নতারার। আর এ ছবিতে অতিথি চরিত্রে দেখা মিলবে দীপিকা পাড়ুকোনের।
‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে দীপিকা-শাহরুখ জুটি দর্শকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠে। আর পাঠানের মুক্তির পর এই জুটির জনপ্রিয়তা এখন আকাশচুম্বী।
অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল ‘জওয়ান’ সিনেমাতে দীপিকাকে দেখা যাবে। কিন্তু দীপিকা কোন চরিত্রে অভিনয় করবে, সে ব্যাপারে কিছু জানা যায়নি।
প্রতিবেদন সূত্রে আরও জানা গেছে, জওয়ান সিনেমাতে শাহরুখকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। সেই কারণে বাবা-ছেলের চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। আর এই সিনেমাতে একই সাথে দীপিকা শাহরুখের মায়ের চরিত্রে ও স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। শোনা যাচ্ছে, দীপিকার চরিত্রটা জেলে জন্ম দেবে সন্তানের। স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেবে জুনিয়র শাহরুখ।
তবে ভক্ত ও শুভাকাঙ্খীদের ধারণা জওয়ান সিস্টেমের উপর প্রতিশোধ নেওয়া এক গল্পের সিনেমা, যেখানে টাক মাথার শাহরুখ মেয়েদের একটি দল নিয়ে ট্রেন হাইজ্যাক করেন। তিনি সরকারের ব্যর্থতার কারণে স্ত্রীর (দীপিকা) অন্যায় মৃত্যুর প্রতিশোধ নিচ্ছেন। আর তার ছেলে পুলিশ শাহরুখ, তাকে থামানোর চেষ্টা করবেন। নয়নতারাকে এ ছবিতে একজন পুলিশের চরিত্রে দেখা যাবে। সম্ভবত তিনি জুনিয়র শাহরুখের বিপরীতে থাকবেন।
আগামী ৭ সেপ্টম্বর ‘জওয়ান’ সিনেমা মুক্তি পাবে। সিনেমাটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি দেওয়া হবে। সিনেমাটি পরিচালনা করছেন দক্ষিণের জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার। ‘জওয়ানের’ সিনেমার মাধ্যমে শাহরুখ প্যান-ইন্ডিয়ান সিনেমার জগতে পা রাখতে চলেছেন।