সমালোচকদের উপেক্ষা করে কাঞ্চনকে প্রশংসায় ভাসালেন শ্রীময়ী
অভিনেতা কাঞ্চন মল্লিকের বান্ধবী ও কলকাতার তারকা অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সম্পর্ক নিয়ে নানা জনের নানা মত। শুধু তাই নয় তাদের দু’জনকে এক ফ্রেমে দেখলেই শুরু হয় আলোচনা, সমালোচনা।
এই মুহূর্তে তাঁদের দু’জনকেই দর্শক দেখছেন ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ সিরিয়ালে। সিরিয়ালটি শুরু হওয়ার সময়ই জানা গিয়েছিল এখানে একসঙ্গে দেখা যেতে পারে শ্রীময়ী এবং কাঞ্চনকে। কাঞ্চনের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের কারণের নেপথ্যেও নাকি রয়েছেন শ্রীময়ী। তারপর থেকেই শুরু হয় যাবতীয় বিতর্ক। যদিও সেই বিতর্ককে মোটেই গুরুত্ব দেন না তারা। সেই প্রমাণই আবারও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের ফেসবুক পোস্টে দেখা মিলল।
অভিনেত্রী শ্রীময়ী গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে শ্রীময়ী নিজের ফেসবুকে কাঞ্চনের সঙ্গে দুইটি ছবি পোস্ট করেছেন। ছবিতে আটপৌরে বাঙালি বৌয়ের সাজে শ্রীময়ী। আর গলায় রুদ্রাক্ষের মালা, সাদা পাঞ্জাবি এবং একমুখ দাড়িতে কাঞ্চন যেন সাধুবাবা।
পোস্টে অভিনেত্রী লেখেন, ‘২০১৩ সালে প্রথম তোমার সঙ্গে অভিনয়। আবারও ১০ বছর পর ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর মাধ্যমে একসঙ্গে অভিনয় করার সুযোগ পেলাম। তোমার মতো অভিনেতার কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু অর্জন করেছি। জীবনে অনেক শেখা বাকি আছে। হাজার বিতর্কের পরেও বলব, তুমি শুধু একজন ভাল অভিনেতাই নয়, একজন ভাল মনের মানুষ। সুধাময়ী ও হরিদাস।’
কিছুদিন আগেই থাইল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন শ্রীময়ী। সেখানে গিয়ে তিনি ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। যেখানে তাকে বিকিনি পরিহিত অবস্থায় সমুদ্রের পাড়ে দেখা গেছে। তার সেই ছবি ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই তখন নেটিজেনরা মনে করেছিলেন, হয়তো তাঁর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন কাঞ্চনও। যদিও শ্রীময়ীর সঙ্গে অভিনেতার কোনো ছবি দেখা যায়নি।