ফের সংসার শুরু করেছেন রাজ-পরী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/08/18/-113ea1d1fc5c612cb801d8a9b522c360.jpg)
সংসার নিয়ে রীতিমতো নাটক শুরু করেছেন শরিফুল রাজ ও পরী মণি দম্পতি। অন্তর্জালে এই কথাই এখন আলোচিত।
দীর্ঘ তিন মাস চলা নানা নাটকীয়তার পর বুধবার রাতে গানবাংলার স্টুডিওতে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে একসঙ্গে কেক কাটতে দেখা গেল রাজ-পরীকে। এরপর থেকে গুঞ্জন শুরু হয় ফের এক হয়েছেন রাজ-পরী।
শুধু এক নয়, ফের সংসার শুরু করেছেন রাজ-পরী। দুইজনেই বেশ কিছুদিন ধরে একসঙ্গে থাকছেন বসুন্ধরা আবাসিক এলাকার বাসায়। এনটিভি অনলাইনকে এই দম্পতির এক পারিবারিক সূত্র নিশ্চিত করেছে এই তথ্য।
এর আগে ১০ আগস্ট ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের প্রথম জন্মবার্ষিকী উদযাপিত হয় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে কিন্তু অনুষ্ঠানে দেখা যায়নি রাজকে। যদিও জন্মবার্ষিকী অনুষ্ঠানের ঠিক দুই দিন আগে কলকাতা থেকে দেশে ফেরেন রাজ। জানা যায়, অনুষ্ঠানের আগের রাতে পরীর বাসায় গিয়ে ছেলের সঙ্গে দেখা করেন তিনি।