‘হাবু ভাই’র হলুদ সন্ধ্যা সম্পন্ন, আজ বিয়ে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/08/25/chachi_alam.jpg)
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ব্যাচেলর পয়েন্ট নাটকের ‘হাবু ভাই’ চরিত্রে পরিচিত অভিনেতা চাষী আলম। এরমধ্যে গতকাল বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় হয়ে গেল জমকালো হলুদ সন্ধ্যা।
শুক্রবার (২৫ আগস্ট) পারিবারিক আয়োজনেই বিয়ে সম্পন্ন হবে এই অভিনেতার।
বিয়ের প্রসঙ্গে চাষী আলম গণমাধ্যকে জানান, পারিবারিক পছন্দেই বিয়ে করছেন তিনি। হবু স্ত্রীর নাম তুলতুল। তিনি ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়াশোনা করছেন। বিয়ের পর হানিমুনে ইউরোপে যাওয়ার ইচ্ছে রয়েছে তার।
হলুদ সন্ধ্যার ফাঁকে অভিনেতা জানান, ‘কিছুদিন আগে পরিবার থেকে মেয়ে দেখা হয়েছিল। আমাদের সকলেরই মেয়ে পছন্দ হয়েছে। আজ গুলশানে একটি রেস্তোরাঁয় বিয়ের অনুষ্ঠান হবে।’
‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের মাধ্যমে চাষী আলম তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। গত ঈদে চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পায়। এরমধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ে ছিল দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।