সুশান্তের সেই ফ্ল্যাট কিনে নিয়েছেন এই অভিনেত্রী?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/08/27/sushant_singh_rajput_adah_sharma.jpg)
বছর তিনেক আগে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত যে ফ্ল্যাটে থাকতেন, সেই ফ্ল্যাটটি কিনেছেন ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত অভিনেত্রী আদা শর্মা। সম্প্রতি সেই ফ্ল্যাট দেখতে গিয়েছিলেন অভিনেত্রী, সেই থেকে এমন গুঞ্জন শোনা যাচ্ছে।
নিউজ ১৮ এর প্রতিবেদনে বলা হচ্ছে, এই প্রসঙ্গে অভিনেত্রী আদা শর্মার বক্তব্য, ‘যখনই সবটা নিশ্চিত হবে আমি মিডিয়ার সঙ্গেই সবার আগে শেয়ার করব। সবাইকে ডেকে মিষ্টিও খাওয়াব যদি সত্যিই এমন কিছু হয়।’ তবে বিষয়টিকে একেবারে গুজব বলে উড়িয়েও দেননি তিনি।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য নিয়ে আজও ধোঁয়াশা । সত্যিই কি আত্মহত্যা নাকি খুন? এই নিয়ে সকলের মনে দানা বেঁধেছে হাজারও জল্পনা। তারপর থেকে সুশান্তের আবাসনও কেউ কিনতে চাননি। কিন্তু আদৌ কি অদা কিনছেন সেই আবাসন।
মৃত্যুর প্রথম দিন থেকেই মুম্বাই পুলিশ সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছেন। সিবিআই-এর হাতে সুশান্তের মৃত্যু মামলার ভার গেলেও স্পষ্ট জানা যায়নি এটা আত্মহত্যা নাকি খুন।