গল্প পছন্দ হয়েছে শাহরুখ-সালমানের, মার্চে শুটিং ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/15/salman_srk_ntv_online_c.jpg)
দীর্ঘ ২৭ বছর একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড বাদশাহ ও বলিউড ভাইজান। ১৯৯৫ সালে ‘করণ অর্জুন’ মুক্তির পর জুটি বেঁধে এক সিনেমায় এই দুই সুপারস্টারকে দেখা যাবে এই খবর গেল বছরের জুলাই মাসে প্রথম জানিয়েছিল বিনোদনভিত্তিক পোর্টাল পিঙ্কভিলা।
এবার পোর্টালটি এক বিশেষ প্রতিবেদনে দাবি করছে, ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমার গল্প পছন্দ করেছেন শাহরুখ খান ও সালমান খান। বলিউডের নামী প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া দুই খানকে দুটি পৃথক মিটিংয়ে স্ক্রিপ্ট আলাদা-আলাদাভাবে পড়ে শুনিয়েছেন। এটিতে উভয়ই সম্মতি জানিয়েছেন।
সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় আসছে নভেম্বর মাসে দিওয়ালির পরেই এই সিনেমার প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে যাবে। মাস পাঁচেকের লম্বা প্রস্তুতির পরেই ২০২৪ এর মার্চে শুটিং ফ্লোরে যাবে এই সিনেমা।
১৯৯৫ সালে ‘করণ অর্জুন’ মুক্তির পর জুটি বেঁধে এক সিনেমায় আর দেখা মেলেনি বলিউড বাদশাহ ও বলিউড ভাইজানের।