তামিম ইস্যুতে যা বললেন মিশা
বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর থেকেই দেশের ক্রিকেট নিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে। মূলত তামিম ইকবালকে আকস্মিক দল থেকে বাদ দেওয়ায় জন্ম দিয়েছে নানা বিতর্কের, এবার এই বিতর্কের দানা বেঁধেছে সাকিবকে নিয়েও।
কেউ কেউ দাবি করছেন, সাকিব আল হাসানের সিদ্ধান্তের কারণেই দলে জায়গা পাননি তামিম ইকবাল। প্রকাশ্যে এসেছে তাঁদের মনোমালিন্যের বিষয়টিও। এমন সমালোচনার মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে তামিম-সাকিবকে মিলিয়ে দেওয়ার কেউ কি নেই, সেই প্রশ্ন তুললেন চলচ্চিত্র তারকা মিশা সওদাগর।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সংবাদপত্রের একটি কাটিং নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে অভিনেতা মিশা সওদাগর লিখেছেন, ‘আমাদের এমন কেউ কি নেই যে, এই দুইজনকে একত্র করে এক টেবিলে বসিয়ে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে দেবেন? কারণ একটা কথা তো আমরা সবাই জানি—যত বাড়বে বিভক্তি ততই কমবে শক্তি। আমাদের সবচাইতে সম্মান করা বিষয়টা হচ্ছে আমাদের দেশ, আমাদের পতাকা, এখানে তামিম-সাকিব আর টিম ম্যানেজমেন্ট বড় না, সবার ওপরে দেশ, জন্মভূমি, নেতৃত্ব আর ভালোবাসা। সেক্রিফাইস থাকলে সবই সম্ভব, উদাহরণ আমাদের বিজয় ’৭১।’
জাতীয় ক্রিকেট দলে তামিম-সাকিবের দ্বন্দ্ব এখন ওপেন সিক্রেট। যদিও গতকাল এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, দল ঘোষণার বিষয়ে কিংবা কোচ বাছাইয়ে তাঁর কোনো হাত নেই, এসব সিদ্ধান্ত বোর্ডের।