সিনেমা ফল্প তবুও অস্কারে ছুটছেন অক্ষয়
একটানা ফ্লপের তকমা ঘুচিয়ে ‘ওএমজি ২’ দিয়ে দর্শকদের ভালোবাসায় ভাসেছিলেন বলিউড তারকা অক্ষয় কুমার। গেল ১১ আগস্ট মুক্তি পেয়েছে তাঁর সিনেমা ‘ওএমজি ২’।
এরপর ফের আবার ফ্লপ অক্ষয় কুমার। অক্টোবরের প্রথম সপ্তাহে মুক্তি পাওয়া ‘মিশন রানিগঞ্জ’ বক্স অফিসে হতাশই করেছে খিলাড়ি-ভক্তদের। রানিগঞ্জের এক কয়লা খনিতে ভূগর্ভস্থ জল ঢুকে এসে আটকে পড়েছিলেন বহু শ্রমিক। তাঁদের প্রাণ বাঁচিয়েছিল সেই সময় মাইন ইঞ্জিনিয়র যশবন্ত সিং গিল। সেই গল্পে সিনেমা করেছেন অক্ষয় কুমার। পরিচালনা করেছেন টিনু সুরেশ দেশাই।
অক্টোবরের ৬ তারিখে মুক্তি পেয়েছে ‘মিশন রানিগঞ্জ’। এখন পর্যন্ত মোট আয় করেছে ১৮.২৫ কোটি রুপি।
ভারত সরকারের পক্ষ থেকে মিশন রানিগঞ্জকে অস্কারের জন্য মনোনীত করা হয়নি। স্বাধীনভাবে নির্মাতাদের নিজস্ব উদ্যোগে সিনেমাটি অস্কারে পাঠানো হচ্ছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে।
এর আগে দক্ষিণের সিনেমা ‘আরআরআর’ একই পদ্ধতিতে অস্কারের মঞ্চ পর্যন্ত পৌঁছায়। এস এস রাজামৌলি পরিচালিত সেই সিনেমার নাটু নাটু গানটি জিতে নেয় সেরা মৌলিক গানের অস্কার।এবার অক্ষয়ও সেই রাস্তা ধরলেন।
সিনেমায় অক্ষয়ের বিপরীতে রয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। যশবন্তের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। আরও আছেন কুমুদ মিশ্র, পবন মালহোত্রা, রবি কিষাণ, বরুণ বাদোলা, দিব্যেন্দু ভট্টাচার্য, রাজেশ শর্মা, শিশির শর্মা, সুধীর পাণ্ডে, জামিল খান, বচন পাচেরা, বীরেন্দ্র সাক্সেনা।