আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার দিন আজ
কিংবদন্তি রক সুপারস্টার, গায়ক, গিটারিস্ট, সুরকার ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চুর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ । আইয়ুব বাচ্চুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আইয়ুব বাচ্চু ও এলআরবি ফ্যান ক্লাব সারাদেশে বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে।
বাংলাদেশের অন্যতম রক স্টার আইয়ুব বাচ্চু পাঁচ বছর আগে ২০১৮ সালের আজকের দিনে (১৮ অক্টোবর) ঢাকার স্কয়ার হাসপাতালে সকাল ৯টা ৫৫ মিনিটে ‘কষ্ট পেতে ভালোবাসা’ আইয়ুব বাচ্চু সত্যি-সত্যিই তাঁর ‘রুপালি গিটার’ ফেলে ‘জীবনের গল্পের’ ইতি টানেছিলেন।
মাত্র ৬০০ টাকা নিয়ে ১৯৮৩ সালে ঢাকায় এসেছিলেন আইয়ুব বাচ্চু। আর যেদিন ঢাকা থেকে শেষবার চট্টগ্রামের গাড়ি ধরেছিলেন, সেদিন নিয়ে গেছেন ১৬ কোটি মানুষের ‘রক্তগোলাপ’ ভালোবাসা।
‘আগলি বয়েজ’ দিয়ে ব্যান্ড সংগীত শুরু করা আইয়ুব বাচ্চু ২৭ বছরের ক্যারিয়ার শেষ করেছেন ‘এলআরবি’-তে। এর মাঝে ‘ফিলিংস (নগর বাউল)’ ও ‘সোলস’-এর হয়ে গিটার হাতে মঞ্চে উঠেছেন। তারপর ১৯৯১ সালের ৫ এপ্রিল তিনি নিজেই গঠন করেছেন ‘লিটল রিভার ব্যান্ড’, যা পরে ‘লাভ রানস ব্লাইন্ড’ বা ‘এলআরবি’ নামে জনপ্রিয়তা লাভ করে। এর পরের ইতিহাস তাঁর গানের অ্যালবাম ‘আমাদের বিস্ময়’-এর মতো। এলিফ্যান্ট রোডের হোটেলে ঢাকার জীবন শুরু করা চট্টগ্রামের রবিন হয়ে ওঠেন দেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী এবং বিশ্বের অন্যতম সেরা গিটারবাদক।
‘ঘুমন্ত শহরে’ ভক্তদের ভালোবাসার এবি (আইয়ুব বাচ্চু) নেই তিন বছর, তবে গানের মতো তাঁকে ‘বারো মাস’ ভালোবেসে স্মরণে রাখছে তাঁর ‘ময়না’ ও ‘রিমঝিম বৃষ্টি’রা।
বাচ্চু এলআরবি'র ফ্রন্টম্যান হওয়ায় ব্যান্ডটি দেশে ও বিদেশে হাজার হাজার কনসার্ট (৫০০+ ওপেন-এয়ার এবং ২০০০+ ইনডোর) পরিবেশন করেছে।
আইয়ুব বাচ্চু তার জীবদ্দশায় মোট ১৬টি একক অ্যালবাম, 'এবি কিচেন' নামে একটি পূর্ণাঙ্গ স্টুডিও থেকে প্রযোজনা প্রতিষ্ঠান, 'আম্মাজান', 'সাগরিকা', 'অনন্ত প্রেম', 'আমি তো প্রেমে পড়িনি'সহ অসংখ্য সুপারহিট প্লেব্যাক তৈরি করেছেন এবং আরও অনেক বাংলাদেশি বাণিজ্যিক চলচ্চিত্রে গান করেছেন।
'রূপালি গিটার', 'চলো বদলে জয়', 'এখন অনেক রাত', 'কষ্ট', 'সেই তুমি কেনো এত অচেনা হলে', 'ফেরারি এই মনটা আমার', 'একদিন ঘুম ভাঙ্গা শহরে', 'হাসতে দেখো গাইতে দেখো'- এই গানগুলো এলআরবি'র সঙ্গে তার অন্যতম আইকনিক গান।