শাহরুখের ‘জওয়ান’-এর রেকর্ড ভাঙল বিজয়ের ‘লিও’!
আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মুক্তি পাচ্ছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের সিনেমা ‘লিও’। আর মুক্তির প্রথমদিনেই বিভিন্ন রেকর্ড ভেঙে বক্স অফিসে গর্জন তুলেছে সিনেমাটি। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রিতে ‘জওয়ান’কে পেছনে ফেলে দিয়েছে লিও।
বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের বরাতে জানা যায়, ‘লিও’ ইতোমধ্যে ১৬ লাখ টিকিট বিক্রি করেছে। এর মাধ্যমে বিজয়ের ‘লিও’ টপকে গেছে শাহরুখ খানের ‘জওয়ান’কে। অগ্রিম বুকিংয়ে সিনেমাটির টিকিট বিক্রি হয়েছিল ১৫.৭৫ লাখ।
অগ্রিম টিকিটের পর ইউএসএ প্রিমিয়ারের ক্ষেত্রেও দাপট দেখিয়েছে ‘লিও’। সেখানে সিনেমাটির বক্স অফিস আয় ১০ লাখ ছাড়িয়ে গেছে। চলতি বছরের ব্লকবাস্টার জেলার, জওয়ান, পাঠান ও আরআরআরকেও টপকে গেছে এই সিনেমাটি।
‘লিও’র মার্কিন পরিবেশক সংস্থা জানিয়েছে, সেখানকার এক হাজারের বেশি স্ক্রিনে দেকা যাচ্ছে সিনেমাটি। দর্শকের টিকিট চাহিদাও প্রচুর।
এদিকে, বিজয়ের সিনেমাটি এখন পর্যন্ত ৩১ কোটি আয় করেছে অগ্রিম বুকিং থেকে, যেখানে ‘জওয়ান’ অগ্রিম বুকিং থেকে ৪১ কোটি আয় করেছে। মূলত সিনেমা দুটির টিকিটের দামের পার্থক্যের কারণেই পিছিয়ে রয়েছেন বিজয়। উদ্বোধনী দিনে ‘জওয়ান’-এর গড় টিকিটের মূল্য ছিল ২৫১ রুপি, যেখানে ‘লিও’র টিকিটের মূল্য ২০২ রুপি।
লোকেশ কঙ্গরাজ পরিচালিত ‘লিও’ সিনেমাটি টু ডি এবং আইম্যাক্সে হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, অর্জুন, প্রিয়া আনন্দ, গৌতম বাসুদেব মেনন, মনসুর আলী খান, স্যান্ডি ও মাইস্কিন।