অনন্যা আদিত্যের প্রেমে, মায়ের পছন্দ কার্তিক!
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/11/10/anonan.jpg)
বেশ ফুরফুরে মেজাজেই আছেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই অভিনেত্রী। প্রায় বছর খানেক হতে চললো তাদের প্রেমের গুঞ্জন। গত কয়েক মাসে একাধিক বার আলোচনায় উঠে এসেছেন তারা।
তবে আদিত্য নয়, মেয়ের ‘জামাই’ হিসেবে অনন্যার মা চান কার্তিক আরিয়ানকে! মহা ফ্যাসাদে অনন্যা পাণ্ডে!
সম্প্রতি করণ জোহরের ‘কফি উইথ করণ’-এর একটি পর্বে এসে আকার-ইঙ্গিতে নিজের ও আদিত্যের প্রেমের জল্পনায় সিলমোহরও দিয়েছেন অনন্যা। আদিত্যের সঙ্গে প্রেম নিয়ে এখন বেশ সাবলীল অনন্যা। তবে মেয়ের প্রেমিক হিসেবে নাকি আদিত্যকে নয়, কার্তিককে পছন্দ অনন্যার মা ভাবনা পাণ্ডের।
তবে নিজের মেয়ের প্রেমের পথে অন্তরায় হতে চান না ভাবনা। তাই তো জন্মদিন উদযাপনের জন্য আদিত্যের সঙ্গে অনন্যার মালদ্বীপে যাওয়ায় বাধা দেননি তিনি।
সেই ছবি ও ভিডিও চোখে পড়েছে অনন্যার মা ভাবনারও।
কিন্তু মেয়েকে তিনি বাধা দেননি। অর্থাৎ মেয়ের পছন্দ মেনেই নিয়েছেন ভাবনা পাণ্ডে। তবে হালের সেনসেশন কার্তিক আরিয়ানকে জামাই করতে পারলে একটু বেশিই খুশি হতেন তিনি! কার্তিক আরিয়ানকে নিয়ে তার মন্তব্য তেমনটাই ভাবাচ্ছে অনুরাগীদের।