টাইগার ৩ : দুই দিনেই ১০০ কোটির ক্লাবে সালমান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/04/salman_kat.jpg)
বলিউড সুপারস্টার সালমান খানের সিনেমা সাধারণ ঈদে মুক্তি পায়। তবে এবার প্রথা ভেঙে ‘টাইগার ৩’ মুক্তি পেল দীপাবলিতে। দিওয়ালিতে মুক্তি পেয়ে মুক্তির প্রথম দিন ভারত জুড়ে আয় করেছে ৪৪.৫০ কোটি রুপি। আর মাত্র দুই দিনেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে সিনেমাটি।
যশরাজ ফিল্মের ফেসবুক পেজে জানানো হয়েছে, সালমান-ক্যাটরিনার ছবিটি গত দুইদিনে আয় করেছে ৯৭ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১২৯ কোটি টাকা।
‘টাইগার থ্রি’ ছবিতে ‘পাঠান চরিত্রে দেখা গেছে শাহরুখকে। শুধু তাই নয়, ‘ওয়ার’-এর ‘কবির’ চরিত্রে দেখা মিলেছে হৃতিকেরও।
২০১৭ সালের পর আবার বড় পর্দায় ফিরেছে ‘টাইগার।’ এই ছবিকে ঘিরে ভক্তদের উত্তেজনা ছিল তুঙ্গে। তারই প্রতিফলন দেখা গেছে বক্স অফিসে।
‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘টাইগার থ্রি’। ২০১২ সালে প্রথম মুক্তি পায় ‘এক থা টাইগার’। এরপর ২০১৭ সালে আসে ‘টাইগার জিন্দা হ্যায়’।
স্পাই অ্যাকশন থ্রিলার ধাঁচের ‘টাইগার ৩’ পরিচলনা করেছেন মনীশ শর্মা। সিনেমায় সালমান এবং ক্যাটরিনা কাইফ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। ভিলেনের চরিত্রে দেখা গেছে ইমরান হাশমিকে। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।