অনুরাগীকে চড়কাণ্ডে ক্ষমা চাইলেন নানা পাটেকর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/11/16/nana.jpg)
বারাণসীর দশাশ্বমেধ ঘাটে ‘জার্নি’ সিনেমার শুটিং করছিলেন বলিউড অভিনেতা নানা পাটেকর। আর সেই সেটেই এক অনুরাগীকে মাথায় চড় মেরে বিতর্কের মুখে পড়েছেন নানা পাটেকর। গতাকাল বুধবার এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ছে। যেখানে দেখা যায়, ছবি তুলতে আসা এক ভক্তকে চড় মেরেছেন নানা পাটেকর। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা।
নানা পাটেকর সামাজিকমাধ্যম ইন্সটাগ্রাম পেজে একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে অভিনেতা চড়কাণ্ডের বিষয়টি তাঁর বক্তব্য স্পষ্ট করেছেন।
ভিডিওতে অভিনেতা নানা পাটেকর বলেছেন, ‘একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে আমি একটি ছেলেকে আঘাত করেছি। এই সিকুয়েন্সটি আমাদের চলচ্চিত্রের একটি অংশ। আমরা রিহার্সাল করছিলাম। এরপর দ্বিতীয় রিহার্সালের জন্যও সময় নির্ধারিত হয়। নির্মাতা আমাকে শুরু করতে বলেছিলেন। এমন সময় ভিডিওতে যে ছেলেটিকে দেখেছেন সে সামনে চলে আসে। আমি জানতাম না তিনি কে। আমি ভেবেছি তিনি আমাদের কলাকুশলীদের কেউ। তাই আমি তাকে চড় মেরেছিলাম এবং চলে যেতে বলেছিলাম। পরে জানতে পারি তিনি আমাদের টিমের কেউ নন, তিনি একজন প্রকৃত ভক্ত। তাই তাকে ফোন করতে চেয়েছিলাম। তিনি ততক্ষণে পালিয়ে গেছেন।’
অভিনেতা আরও বলেন, ‘হয়তো তার কোনো বন্ধু ভিডিওটি শুট করেছেন। আমি কাউকে কখনো ছবি তোলার ক্ষেত্রে না করিনি। করিও না। এটা ভুল করে ঘটে গেছে। কোনো ভুল বোঝাবুঝি থাকলে আমাকে ক্ষমা করুন। আমি কখনোই এমন কিছু করবো না।’