বাবার প্রথম প্রয়াণ দিবসে আবেগতাড়িত চঞ্চল
দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধাগোবিন্দ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ বুধবার (২৭ ডিসেম্বর)। গত বছর এই দিনে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান অভিনেতার বাবা। দেখতে দেখতে এক বছর কেটে গেছে। দিনটিতে বাবার স্মৃতি মনে পড়তেই আবেগাপ্লুত চঞ্চল।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার সঙ্গে দুটি স্থিরচিত্র শেয়ার করেছেন অভিনেতা। কবিতার ছন্দে বাবার স্মৃতিচারণ করে অভিনেতা চঞ্চল চৌধুরী লেখেন,‘‘বাবা’ ডাকতে পারি না একটা বছর/ আমাদের বাবা অনন্তলোকে চলে যাবার আজ এক বছর হয়ে গেল/ বাবার হাতটা ছুঁতে পারি না একটা বছর/ বাবাকে আদর করতে পারি না একটা বছর/ মাঝে মাঝে গভীর রাতে একাকী চিৎকার করে বাবা বাবা বলে ডাকি/ বাবা সাড়া দেয় না/ আর দেবেও না কোনোদিন।’
স্বপ্নেও বাবাকে দেখেন না উল্লেখ করে এই অভিনেতা লিখেছেন, ‘স্বপ্নেও বাবাকে দেখতে পাই না/ এ যে কী কষ্ট, কী যে কষ্ট! যারা পিতৃহীন তারাই শুধু বোঝে, তারাই শুধু জানে। আমাদের ছোটবেলার বাঘের মতো গর্জন করা বাবাকে যখন শেষ দিকে শিশুর মতো করে আদর করতাম, বাবা ফ্যাল ফ্যাল করে তাঁকিয়ে হাসতো/ সেই হাসিটাও এক বছর দেখি না।’
চঞ্চল লেখেন, ‘হাজার কথা লিখেও বোঝাতে পারবো না, বাবা ছাড়া এই একটা বছর, বুকের ভেতরের কষ্টের আগুনটা কেমন দাউ দাউ করে জ্বলছে। বাবা! বাবা! বাবা! তুমি যেখানেই থাকো, ভালো থাকো বাবা।’
সবশেষে তিনি লেখেন, ‘বাবা—এই শব্দটাই শুধু রয়ে গেল/ তুমি চলে গেলে বহুদূর/ অনন্ত যাত্রায়।’