আমি বাগদান বা বিয়ে করছি না : বিজয়
আসছে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাগদান সারবেন ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোণ্ডা ও রাশমিকা মান্দানা। ভারতীয় গণমাধ্যমে এমন গুঞ্জনের খবরও এসেছে।
এবার নিজেদের বাগদান প্রসঙ্গে মুখ খুললেন ‘ডিয়ার কমরেড’ খ্যাত অভিনেতা বিজয় নিজেই। লাইফস্টাইল এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বিজয় বলেছেন যে, ‘ফেব্রুয়ারিতে আমি বাগদান বা বিয়ে করছি না। আমার মনে হয় সংবাদমাধ্যমগুলো শুধু প্রতি দুই বছর অন্তর আমাকে বিয়ে করাতে চায়। গেল কয়েক বছর ধরে প্রায় প্রতি বছরই এই গুজব শুনি। ওরা পারলে আমাকে ধরে-বেঁধে বিয়ে দিয়ে দেবে।’
২০১৮ সালে ‘গীতা-গোবিন্দম’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন এই জুটি। যার পর থেকেই তাদের প্রেমের সম্পর্ক স্পষ্ট হয়। এরপর ২০১৯ সালেও ‘ডিয়ার কমরেড’এ জুটিবদ্ধ হতে দেখা যায় এই জুটিকে। শুধু তাই নয়, যে কোন অনুষ্ঠান থেকে শুরু করে দেশে কিংবা বিদেশেও একসঙ্গে ছুটি কাটান এই তারকা জুটি।
রাশমিকা বর্তমানে ‘পুষ্পা টু’-এর শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এই সিনেমাতে তাকে দেখা যাবে আল্লু অর্জুনের বিপরীতে। অন্যদিকে বিজয়কে দেখা যাবে ‘ফ্যামিলি স্টার’ ও ‘ভিডি ১২’ সিনেমাতে।