আসি আসি করেও ‘কাজলরেখা’ আসছে না
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/01/31/kajolkahra.jpg)
প্রায় দশকের বেশি সময় ধরে জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম যে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে সিনেমা নির্মাণের চেষ্টা করছিলেন, সেই ‘কাজলরেখা’ সিনেমা বেশ কয়েকবার মুক্তির তারিখ ঘোষণা করে পিছিয়েছে। সর্বশেষ ফেব্রুয়ারির শেষে এটি মুক্তি পাওয়ার কথা ছিল। নতুন খবর হচ্ছে, সিনেমাটি আগামী বৈশাখে মুক্তি পাবে বলে জানাচ্ছেন নির্মাতা
পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য ও সংলাপ বিন্যাস করেছেন গিয়াস উদ্দিন সেলিম। তিনি বলেন,‘বাঙালীর চিরায়ত ঐতিহ্যের সঙ্গে মিশে আছে ‘কাজল রেখা’। এ কারনে আমরা এটি বৈশাখে মুক্তি দিতে চাচ্ছি। তাছাড়া এর আগে ঈদও আছে। দুটোই বাঙালীর বড় উৎসব। সবদিক বিবেচনা করেই বৈশাখে এর মুক্তির তারিখ চুড়ান্ত করেছি। এটি অনুদানের সিনেমা, তাই অনুদান কমিটি আগে দেখবে, এরপর এটি সেন্সরে যাবে। আশা করছি, শিগগিরই এর সেন্সর মিলবে।’
গত বছর শেষের দিকে ‘কইন্ন্যা আঁকে গো আলপনা’ গান দিয়ে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়। এর পর ঢাকা ও কলকাতার বিভিন্ন মাঠে প্রচার চালান সিনেমার মূল অভিনয়শিল্পীরা।
‘কইন্ন্যা আঁকে গো আলপনা’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। কণ্ঠ দিয়েছেন অবন্তী সিঁথি, অন্তরা মন্ডল ও হুমায়ারা ইশিকা। লিখেছেন গিয়াস উদ্দিন সেলিম। গানটি প্রকাশের পর থেকেই ইউটিউবসহ অন্যান্য সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন নবাগত মন্দিরা চক্রবর্তী। অন্যতম প্রধান অপর দুইটি চরিত্রে দেখা যাবে বর্তমান সময়ের প্রতিভাবান অভিনেতা শরিফুল রাজ ও রাফিয়াথ রশিদ মিথিলাকে। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মান, শাহানা সুমী, রহমত আলী, গাউসুল আলম শাওন এবং আরও অনেকেই।
সিনেমাটির গল্পে দেখা যাবে, ৪০০ বছর আগে নয় বছর বয়স হলেই সমাজের নিয়ম অনুযায়ী মেয়েদের বিয়ে দিতে হতো। কাজলরেখার বয়স যখন নয় হয়, তখন এক নতুন গল্প তৈরি হয়।