ফের ‘চুলবুল পাণ্ডে’ হচ্ছেন সালমান, থাকছেন অ্যাটলিও
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/02/07/after-working-with-shah-rukh-khan-atlee-is-set-to-direct-salman-khan-reports-001.jpg)
‘দাবাং’ সিরিজের ‘দাবাং টু’ এবং ‘দাবাং থ্রি’ বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। সালমান খান অভিনীত চরিত্রগুলোর মধ্যে দর্শকের সবচেয়ে পছন্দের চরিত্রেও এই সিরিজের ‘চুলবুল পাণ্ডে’। সেই চরিত্রে ফের ফিরছেন সালমান।
‘দাবাং’ সিরিজের নতুন সিনেমা নির্মাণের জন্য ‘জওয়ান’ নির্মাতা অ্যাটলির সাথে হাত মিলিয়েছেন সালমান খান।
বলিউড হাঙ্গামার প্রতিবেদনে দাবি করা হয়েছে, সালমান ও তাঁর ভাই আরবাজ খান অ্যাটলির সঙ্গে কথা বলেছেন ‘দাবাং’ স্পিন অফের বিষয়ে। আরবাজ, অ্যাটলি ও সালমানের কো-প্রোডাকশন হতে পারে এটি। তবে অ্যাটলি হয়তো পরিচালনায় থাকবেন না, সিনেমার গল্প এবং স্ক্রিপ্ট লেখার কাজটি করতে পারেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাটলি এখনও চুক্তিবদ্ধ হননি। তবে শিগগির তিনি সিদ্ধান্ত জানিয়ে দেবেন এই বিষয়ে। ‘দাবাং’ স্পিন অফে যদি অ্যাটলি যোগ দেন তাহলে এটি প্যান ইন্ডিয়া ফ্র্যাঞ্চাইজি হবে।
দাবাং-সিরিজে সালমান ছাড়াও আছেন সোনাক্ষি সিনহা। সালমানের সৎ ভাই মাখন চান্দ মক্ষী পাণ্ডের চরিত্রে আছেন আরবাজ খান।