ছাদ থেকে পড়ে আহত গায়ক নকুল কুমার বিশ্বাস
বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গীতিকার, গায়ক ও সংগীত পরিচালক নকুল কুমার বিশ্বাস। গত ১৫ ফেব্রুয়ারি মাদারীপুর নিজ গ্রামের বাড়িতে শিমুলগাছের ডাল কাটতে নিজ বাড়ির দোতলার ছাদে ওঠেন তিনি। এ সময় অসাবধানবশত রেলিংয়ের পাশ থেকে মাটিতে পড়ে যান নকুল কুমার।
রোববার সন্ধ্যায় নকুল কুমার সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে খবরটি নিশ্চিত করেছেন।
ভিডিওতে নকুল কুমার বিশ্বাস বলেন, ‘১৫ ফেব্রুয়ারি মাদারীপুর গ্রামের বাড়িতে ফুলের ডাল কাটতে গিয়ে প্রায় ১৫- ১৬ ফিট উঁচু দোতলার ছাদের রেলিংয়ের উপর থেকে হঠাৎই নীচের শক্ত মাটিতে পড়ে মৃতপ্রায় হয়ে যায়ই। বিকট শব্দ শুনে সজনেরা ছুটে আসে। আমার নিথর দেহ ওভাবে পড়ে থাকতে দেখে কান্নার রোল পড়ে যায় আমার বাড়িতে। চোখে মুখে মাথায় পানি দিতে থাকে তারা। এরপর অ্যাম্বুলেন্স ডাকা হয়। সেন্স হারা আমি কিছুই জানি না। সেন্স ফিরে এলে দেখি উপস্থিত সবাই কাঁদছে। আর আমাকে নেওয়ার জন্য মাদারীপুর সদর হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স এসেছে। আমি কিছু বুঝে উঠার আগেই অ্যাম্বুলেন্সে তুলে এবং আমাকে হাসপাতালে নিয়ে যায়। এখন ২-৩ জনের সাহায্য ছাড়া মুভ করতে পারি না। আমার জন্য সবাই দোয়া করবেন।’
জানা যায়, তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করার পর অবস্থার উন্নতি না হলে তাকে রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. আবু সফর হাওলাদার সংবাদমাধ্যমকে বলেন, কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তেমন কোনো ক্ষতি হয়নি। শরীরের বিভিন্ন স্থানে ব্যথা পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা নিতে তাকে মেডিকেল কলেজে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।