ঈদে এনটিভিতে শাওন ও সাদিয়া আয়মানের ‘ধানসিঁড়ি’
পবিত্র ঈদুল ফিতরে উপলক্ষে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি আয়োজন করেছে সাত দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। সেই আয়োজনে থাকছে ‘ধানসিঁড়ি’ শিরোনামে নাটক।
বিশ্বজিৎ দত্তের গল্পভাবনা ও আসাদুজ্জামান সোহাগের রচনা আর সুব্রত সঞ্জীবর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সায়েদ জামান শাওন ও সাদিয়া আয়মান।
নাটকের গল্পে দেখা যাবে, জ্যোতির বাবা শরীফ মাহমুদ সাহেব একজন রিটায়ার্ড প্রিন্সিপাল। তিনি ব্যাক্তি জীবনের যেমন সৎ আর স্বচ্ছতার সাথে কাটিয়েছেন একমাত্র মেয়ে জ্যোতিকেও তিনি সেভাবেই মানুষ করেছেন। রিটায়ার্ড জীবনে তিনি এখন নিজের বাসার গাছ পালা পরিচর্যা আর সাহিত্য চর্চা নিয়ে ব্যাস্ত থাকেন। ক্রিয়েটিভ মানুষ তার ভীষন পছন্দের। ক্রিয়েটিভ মানে শিল্প সাহিত্যের ক্ষেত্রে ক্রিয়েটিভ। তার ধারনা যাদের মধ্যে শিল্প, সাহিত্য কিংবা সাংস্কৃতির ক্রিয়েটিভিটি আছে তারাই কেবল সৎ আর প্রকৃত ভালো মানুষ। সাংস্কৃতিক ক্রিয়েটিভ মানুষ কখনো কারো মনে কষ্ট দেয় না, তারা কখনো কারো ক্ষতি করতে পারে না। তাই বাবার নির্দেশে জ্যোতি এখনো প্রতিদিন ওস্তাদ দিবাকর চ্যাটার্জির কাছে গান শিখতে যায়। শরীফ সাহেবের ইচ্ছা তিনি তার মেয়েকে কোন এক লেখক, সাহিত্যিক কিংবা সংস্কৃতিক মনা যে কোন একজন ছেলের সাথে বিয়ে দিবেন। এলাকার উঠতি বয়সের ছেলেদের মধ্যে এই ঘটনা মোটামুটি চাউ হয়ে গেছে। তাই বিভিন্ন ছেলেপেলে প্রতিনিয়ত জ্যোতির বাবা শরীফ সাহেবকে তাদের ক্রিয়েটিভিটি প্রদর্শনে ব্যাস্ত থাকে। নানান ছলে কেউ এসে তাকে গান শোনায়, কেউ এসে কবিতা আবৃত্তি করে আবার কেউ তাকে খুশি করার জন্য নৃত্য পরিবেশন করে। আবার কারো কারো মধ্যে সংস্কৃতির সব ধরনের ক্রিয়েটিভিটি আছে। এরা নানান ভাবে জ্যোতিকেও খুশি করার জন্য ব্যস্ত থাকে সব সময়।
এরপর? সে প্রশ্নের উত্তর মিলবে ‘ধানসিঁড়ি’ নাটকে। যা এনটিভিতে প্রচারিত হবে ঈদ আয়োজনে। পরবর্তীতে দেখা যাবে এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে।