সপরিবারে তুরস্কে ঈদ করছেন অনন্ত জলিল
দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। একমাত্র মুসলিম দেশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) মুসলমানদের অন্যতম বৃহৎ উৎসবের দিনটি উদযাপন করা হবে বাংলাদেশে। আর ঈদকে ঘিরে দেশের অধিকাংশ তারকা এই উৎসব দেশেই পালন করার চেষ্টা করেন। বিদেশে থাকলেও ছুটে আসেন দেশে। তবে এবার ঈদে অন্যদের থেকে আলাদা অভিনেতা-প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল। আজ বুধবার (১০ এপ্রিল) তুরস্কে ঈদ হওয়ায় সপরিবারে সেখানে ঈদ উদযাপন করছেন তিনি।
বুধবার (১০ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে দর্শকদের উদ্দেশে একটি ভিডিও পোস্ট করেছেন অনন্ত জলিল। আর ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক। সঙ্গে ভালোবাসার ইমোজি দিয়েছেন তিনি।
এদিন তুরস্কে ঈদের নামাজ আদায় শেষ করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওতে অনন্ত জলিল বলেন, ‘আসসালামু ওয়ালাইকুম। ঈদ মোবারক। তার্কিতে আজ (বুধবার) ঈদ। আমরা পরিবার নিয়ে তার্কিতে আসছি। এখানকার মসজিদে ঈদের নামাজ আদায় করলাম। বাংলাদেশের চেয়ে আমাদের ঈদ একদিন আগেই হয়ে গেল। ইনশাআল্লাহ কালকে (বৃহস্পতিবার) আমাদের দেশে ঈদ উদযাপিত হবে। এজন্য সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’
বর্তমানে অনন্ত জলিলের হাতে রয়েছে ‘নেত্রী দ্যা লিডার’ সিনেমা। সদ্য শুরু করেছেন ২১ কোটি বাজেটের মুক্তিযুদ্ধ বিষয়ক সিনেমা ‘অপারেশন জ্যাকপট’র শুটিং। এছাড়া প্রয়াত লেখক কাজী আনোয়ার হোসেনের ‘অপারেশন চিতা’ উপন্যাস থেকে নির্মিত ‘চিতা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অনন্ত জলিল।