দর্শক টানছে এনটিভির ‘গ্রামের ভাইরাল বউ’
‘একদম আমার স্বামীর মতো। ৩ বছর আগে এসব করে বিদেশে চলে গেছে। এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করে না, কোনো টাকা পয়সা দেয় না। আমার দুইটা ছেলে আছে। প্রচন্ড বদমেজাজী একজন মানুষ। তবে নাটকের শেষের অংশটা খুব ভালো লাগলো। যদি আমার স্বামী যদি এমন বদলে যেতো। সবাই আমার বেবিদের জন্য দোয়া করবেন। আমি তাদের জন্য জীবন যুদ্ধে নেমেছি।’
এনটিভির ‘গ্রামের ভাইরাল বউ’ নাটক দেখে এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে এমনই মন্তব্য করেছেন মুক্তি সাহেব নামের এক দর্শক। এমন একাধিক মন্তব্য দেখা যাচ্ছে নাটকটির মন্তব্যের ঘরে।
আল আমিন স্বপনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। ১৮ জুন নাটকটি ইউটিউবে মুক্তির পর ২৪ ঘণ্টা না যেতেই দর্শক টানছে নাটকটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছয় লাখের বেশি দর্শক দেখে ফেলেছে নাটকটি।
মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, হান্নান শেলী, শেলী আহসান অভিনীত এই নাটকে দর্শক অভিনয়েও প্রশংসা করছেন। সাইফুল নামের এক দর্শক লিখেছেন, ‘নাটক কাকে বলে মোশাররফ করিম এর নাটক না দেখলে বুঝা যাবেনা। বাংলাদেশের গর্ব মোশাররফ করিম।’ তবে বেশ কিছু নেতিবাচক মন্তব্যও করেছেন করেছেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সাত দিনব্যাপী সেই আয়োজনে প্রতিদিন এনটিভিতে প্রচার হচ্ছে তিনটি একক নাটক, একটি ধারাবাহিক নাটক ও একটি টেলিফিল্ম। পরবর্তীতে এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে দেখা যাবে।