কেন খুশির হাওয়ায় ভাসছেন শ্রাবন্তী?
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টলিউডে পা রাখার পর থেকেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি। কখনও দুর্দান্ত অভিনয়ের জন্যে, কখনও আবার ব্যক্তিগত জীবনের জন্যে। যদিও শ্রাবন্তী কখনই লাইম লাইট থেকে সরে দাঁড়াননি। তিনি টলিউডে টিকে থাকার লড়াইয়ে বারবার বাজিমাত করেছেন। বিভিন্ন চরিত্রে নিজেকে প্রমাণও করেছেন।
শ্রাবন্তীর আগামী সিনেমা ‘দেবী চৌধুরাণী’ নিয়ে দর্শক মনে উত্তেজনার পারদ তুঙ্গে। তারই মাঝে খুশির হাওয়ায় ভাসছেন অভিনেত্রী। সদ্য গিয়েছেন বিদেশ সফরে। যেখানে টলিউডের একাধিক স্টাররা রয়েছেন। উদ্দেশ্য হচ্ছে- নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সে (এনএবিসি)। প্রতি বছরের মতো এই বছরও বিশেষ আয়োজন। আর কয়েকদিন আগেই সকলে মিলে উড়ে গেলেন আমেরিকায়। আর সেখানেই নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স অনুষ্ঠিত হয়। আর সেখানে পা রেখেই আবেগঘন বার্তা দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
তার পরনে কালো শাড়ি, ছোট্ট একটি টিপ। মিষ্টি লুকে এদিন সকলের মন জয় করলেন এই নায়িকা। খুশির মুহূর্তে ভাগ করে নিতে তিনি বললেন, ‘আমি প্রথমবার শিকাগো এসেছি। আর দ্বিতীয়বার নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সে। এর আগে আমরা নিউইয়র্কে গিয়েছিলাম। দারুণ অভিজ্ঞতা। আমেরিকাতে এসে আমার মনে হচ্ছে বাঙালি কোনো পুজোতে এসে গিয়েছি। আমাদের টলিউড ইন্ডাস্ট্রি অর্ধেক এখানেই রয়েছে। আমার নিজেকে ভীষণ স্পেশাল লাগছে। আমার সিনেমাও এখানে দেখানো হচ্ছে। তাই অনেক ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ করার জন্য।’
শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ভালবাসায় ভরালেন ভক্তরা। শ্রাবন্তী যে বর্তমানে কেবল কাজ নিয়েই থাকতে চান, তা এক প্রকার স্পষ্ট করে দিয়েছেন। সম্পর্কের জল্পনা নতুন করে যতই চর্চায় উঠে আসুক না কেন, তিনি এই বিষয় আর বিন্দুমাত্র মাথা ঘামাতে রাজি নন, তা এক প্রকার ব্যবহারেই বুঝিয়ে দিয়েছেন।