কলকাতার ৪৭ সিনেমা হলে শাকিব
বাংলাদেশের দুই তারকা শাকিব খান ও রাফিয়াথ রশিদ মিথিলার দুটি সিনেমা আজ (৫ জুলাই) মুক্তি পেয়েছে কলকাতার সিনেমা হলে। বাংলাদেশে দারুণ সাড়া ফেলা শাকিব খান অভিনীত ‘তুফান’ পশ্চিমবঙ্গের সাউথ সিটি, স্টার থিয়েটার, লেক মলসহ ৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অন্যদিকে, রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ সিনেমাটিও মুক্তি পেয়েছে কলকাতার সিনেমা হল গুলোতে।
‘তুফান’ সিনেমার প্রচারে অংশ নিতে গত বুধবার কলকাতায় গেছেন শাকিব। গতকাল বৃহস্পতিবার বিকেলে কলকাতার সাউথ সিটি মলে হয়েছে সিনেমাটির কলকাতা প্রিমিয়ার। এর আগে বিকেলে এক সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে কথা বলেছেন শাকিব-মিমি। মুক্তির আগে ব্যাপক প্রচারণা চালানো হয়। শহরের বড় বড় বিলবোর্ড থেকে মেট্রোরেল সবখানে তুফানের উপস্থিতি দেখা যায়। ধারণা করা যাচ্ছে, অন্যান্য দেশের মতো ওপার বাংলাতেও তুফান বড়সড় ধাক্কা দিতে পারে।
ওপারে ‘তুফান’ মুক্তি দিচ্ছে এসভিএফ। প্রতিষ্ঠানটির পক্ষে মহেন্দ্র সনি বলেন, তুফান নিয়ে পশিমবঙ্গের দর্শকদের আগ্রহ আমাদের মুগ্ধ করেছে। এ কারণে আমরা তুফানকে তাদের মাঝে ছড়িয়ে দিচ্ছি। ইতোমধ্যে ছবি গানগুলো বাংলাদেশের মতো এখানেও দর্শক প্রচুর পছন্দ করেছে।
শাকিব জানিয়েছেন, ইতোমধ্যে ৬-৭ টি দেশে পোস্টার ছাড়াই হাউজফুল হয়েছে ‘তুফান’র শো। ইংল্যান্ডে বিভিন্ন আন্তর্জাতিক মানের ছবির তালিকায় সেরা চার-এ চলে এসেছে বাংলা সিনেমা। নায়কের কথ, ‘এটাই প্রমাণ করে আমাদের বাংলা সিনেমা কতটা এগিয়ে যাচ্ছে। শাকিব খান জোর গলায় বলেন, জয় হোক বাংলার জয়। ওপার-এপার বাংলা হোক, এই তুফান থামবে না। খুব অল্প সময়ের মধ্যেই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি জানিয়ে দেবে যে হলিউড, বলিউড, তামিলের সাথে; পৃথিবীর বিখ্যাত সিনেমা ইন্ডাস্ট্রিজের সাথেও আমরা টপ চার্টে আছি, পিছিয়ে নেই।
অন্যদিকে, ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ সিনেমায় গোয়েন্দা হয়েছেন জিতু কমল। আর তার নায়িকা নার্সের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। এই সিনেমার মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ হতে চলেছে ক্রীড়া সাংবাদিক দুলাল দের।