‘দেবদাস’ সিনেমার স্বত্ব কিনেছেন শাহরুখ
ভারতীয় সিনেমা জগতে ‘দেবদাস’ এক কালজয়ী সিনেমার নাম। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত সঞ্জয় লীলা বানসালির এই সিনেমার স্বত্ব নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল। তবে এবার জানা গেল, ‘দেবদাস’ সিনেমার স্বত্ব কিনে নিয়েছেন শাহরুখের কোম্পানি রেড চিলিস এন্টারটেইনমেন্ট।
সম্প্রতি লোকার্নো চলচ্চিত্র উৎসবে এই তথ্য জানান শাহরুখ। একইসাথে সিনেমার মর্যাদাপূর্ণ এই আসরে ভারতের চলচ্চিত্রে অনস্বীকার্য অবদানের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ ‘পারদো আল্লা ক্যারিয়েরা’ পেয়েছেন বলিউডের কিং খান।
লোকার্নো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘দেবদাস’। সেখানে শাহরুখ বলেন, আমরা একটি প্রযোজনা সংস্থা হিসাবে এই সিনেমাটির স্বত্ব কিনেছি। আমি বেশ গর্বিত যে এটি এখন আমাদের কোম্পানির অন্তর্ভুক্ত।
সিনেমাটির মুখ্য চরিত্রে শাহরুখ খানের সঙ্গে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন, মাধুরী দীক্ষিত, জ্যাকি শ্রফ প্রমুখ। মুক্তির দুই দশক পেরিয়ে যাওয়ার পরও এখনও এই সিনেমা দর্শকের মনে টাটকা এক অনুভূতি।
অনেকের মতেই সিনেমাটি বিখ্যাত পরিচালক বানসালীর অন্যতম সেরা কাজ। যেখানে নিজের অভিনয় দক্ষতায় দর্শককে মন্ত্রমুগ্ধ করেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ।