‘মার্সেল হা-শো’ সিজন ৭ : রাজশাহীতে ৫০০ প্রতিযোগীর মধ্যে চূড়ান্ত ৫ জন
রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এনটিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘মার্সেল হা-শো’র সিজন ৭ এর অডিশন। এ উপলক্ষে গতকাল বুধবার দিনভর মুখর ছিল রাজশাহী শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ।
বিভাগীয় শহর রাজশাহী ছাড়াও প্রত্যন্ত গ্রাম থেকে অডিশনে অংশ নিতে ছুটে আসেন ৫০০ এর বেশি প্রতিযোগী। দিন শেষে অডিশন থেকে বিচারকদের বিচারে উঠে এসেছেন সেরা পাঁচ প্রতিযোগী। যারা অংশ নেবেন মার্সেল হা-শোর মূল অনুষ্ঠানে।
অডিশন রাউন্ডের শুরুতে প্রতিযোগীদের স্বাগত জানিয়ে দিক নির্দেশনা দেন হা-শোর যৌথ পরিচালক জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোস্তফা। অডিশনে বিচারক প্যানেলে দায়িত্বে ছিলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান ইসতিয়াক নাসির, শাওন মজুমদার ও অভিনেত্রী সুষমা সরকার।
ওই পর্বে বিচারকরা পাঁচজনকে সরাসরি ঢাকা পর্বে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন। তারা হচ্ছেন জুডিথ খান, বিজয় এষ, তৌফিকুল ইসলাম, হৃদয় ও আজাদ। প্রাথমিক পর্যায়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে তাদের মধ্য থেকে বাছাইকৃত প্রতিযোগিদের নিয়ে বিভাগীয় শহরে অডিশন রাউন্ড শুরু হবে।
পর্যায়ক্রমে রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ থেকে মোট ৪০ জন প্রতিযোগিকে বাছাই করা হবে। মূলত তাদের নিয়েই সাজানো হবে অনুষ্ঠানের মূল পর্বগুলো। এখান থেকে পর্যায়ক্রমে নির্বাচিত ছয়জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।
হা-শো সিজন ৭ এর মূল পর্বে বিচারক হিসেবে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, অভিনেত্রী শবনম ফারিয়া এবং অভিনেতা তুষার খান। অডিশন রাউন্ডে বিচারক হিসেবে কাজ করবেন বাংলাদেশের প্রখ্যাত স্ট্যান্ড-আপ কমেডিয়ান ইসতিয়াক নাসির, সুষমা সরকার এবং শাওন মজুমদার।
‘মার্সেল হা-শো’ যৌথভাবে পরিচালনা করছেন জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফা। এটি সঞ্চালনা করবেন মীরাক্কেলখ্যাত আবু হেনা রনি। জনপ্রিয় এই রিয়েলিটি শো’র টাইটেল স্পন্সর দেশের শার্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্ল্যায়েন্স প্রস্তুতকারী ব্র্যান্ড মার্সেল।