এবার ‘ভয়াল’ নিয়ে আসছেন ইরফান
প্রায় ১০ বছর পর নতুন সিনেমা ‘ভয়াল’ নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন ইরফান সাজ্জাদ। আগামীকাল শুক্রবার (২৯ নভেম্বর) সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এ ছাড়া ক্যারিয়ারের শুরুতে ‘মন জানে না মনের ঠিকানা’ ও ‘ভালোবাসা এমনই হয়’ সিনেমাতে কাজ করেন ইরফান।
সিনেমাটির মুক্তি প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, দেখতে দেখতে ১০ বছর কেটে গেছে। এটা আসলে একটা ব্রেক। মানসিক প্রস্তুতি নিয়েই এত বছর পর ‘ভয়াল’ দিয়ে ফের সিনেমায় ফিরছি। এটা আমার তৃতীয় সিনেমা। ভিন্ন কিছুর কথা চিন্তা করেই আসলে সিনেমাটি করা। ক’দিন আগেই সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে ‘ভয়াল’। এটি ১৮+ সিনেমা, অর্থাৎ প্রাপ্তবয়স্করা এ সিনেমাটির উপযুক্ত দর্শক!
এ বিষয়ে ইরফান সাজ্জাদ বলেন, ‘ভয়াল’ ভিন্নধর্মী গল্প। সিনেমার যে বার্তা, তা খুবই ইউনিক। যারা দেখবেন, ভিন্নরকম স্বাদ পাবেন। বাংলাদেশের সিনেমা তো এখন অন্য রকম একটা অবস্থান তৈরি করছে। সে জায়গা থেকে মনে হচ্ছে সবার মনে ‘ভয়াল’ একটা ভালো প্রভাব ফেলবে।
তিনি বলেন, সচরাচর ১৮ বছরের নিচে যারা, তাদের এটার সঙ্গে মানিয়ে নেয়া কঠিন হবে। তাদের জন্য এটা ট্রমাও হতে পারে। এসব ভাবনা থেকেই সিনেমাটিকে প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে মুক্তি দেয়া হচ্ছে।
সিনেমাটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার এবং প্রযোজনা করেছেন আশিকুর রহমান। ইরফান সাজ্জাদ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন আইশা খান, গোলাম ফরিদা ছন্দা ও লুৎফর রহমান জর্জ প্রমুখ।
প্রসঙ্গত, চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান’ প্রতিযোগিতায় প্রথম হয়ে শোবিজে যাত্রা শুরু করেন ইরফান সাজ্জাদ। এরপর ছোট পর্দায় নিয়মিত কাজ করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি।