বেশি ছবি আপলোড করতে পারি না : মাহি
ঢালিউডের চিত্রনায়িকা মাহিয়া মাহি। মাহিয়া মাহি তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। একের পর এক সফল চলচ্চিত্র উপহার দিয়ে ঢালিউডে নিজেকে একটি নির্ভরযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
এখন কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনায় থাকেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব রয়েছেন।
সম্প্রতি মাহিয়া মাহি তার ফেসবুক আইডিতে একসঙ্গে বেশ কয়েকটি ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছে। আর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমি আবার বেশি ছবি আপলোড করতে পারি না।’
শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, ‘খোলা চুল খোশ মেজাজে কোনো এক রেস্টুরেন্টে কফি ও কেট খেতে গেছেন। এ সময় তার পরনে রয়েছে ধূসর রঙের টি-শার্ট। মাহির হাসি ও চোখের চাহনি যেন ভক্তদের মনে দাগ কেটেছে।
প্রসঙ্গত, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। তার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন। তাদের সংসারে একটি পুত্রসন্তানও রয়েছে। কিন্তু দাম্পত্য জীবনের আড়াই বছর মাথায় আলাদা হয়ে যান এই দম্পতি।