অভিনয়কে বিদায় জানালেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/12/02/vikrant_massey.jpg)
৩৭ বছর বয়সে অভিনয়কে বিদায় জানালেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি। তারই মাঝে হঠাৎ অভিনয়কে বিদায় জানালেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। গতকাল রোববার (১ ডিসেম্বর) রাতে তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
এদিন বিক্রান্ত অভিনয় থেকে অবসরের ঘোষণা দিয়ে লেখেন, ‘গত কয়েক বছরের এই সফর সত্যিই অসাধারণ। এভাবে পাশে থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। তবে যত অগ্রসর হচ্ছি, বুঝতে পারছি যে, এবার ঘরে ফেরার সময় হয়েছে। নিজেকে নতুন করে গড়ে তোলার সময় হয়েছে। একজন স্বামী কিংবা বাবা হিসেবে বা একজন অভিনেতা হিসেবেও। তাই ২০২৫ সালে আমরা শেষবারের জন্য একবার দেখা করব। যতক্ষণ না সঠিক সময় আসবে।’
সেই পোস্টেই অভিনেতার সংযোজন, ‘শেষ দুইটা সিনেমা এবং আরও কত স্মৃতি। সকলকে অসংখ্য ধন্যবাদ সবকিছুর জন্য। চিরকাল ঋণী থাকব আপনাদের প্রতি।’ বিক্রান্ত মাসের এই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। এরপর থেকেই মন খারাপ ভক্তদের। কিছুতেই অভিনেতার অভিনয় থেকে অবসরে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না তারা।
বিক্রান্ত অভিনীত আলোচিত সিনেমা ‘দ্য সবরমতি রিপোর্ট’। গত ১৫ নভেম্বর মুক্তি পায় এটি। ২০০৭ সালে হিন্দি টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন বিক্রান্ত ম্যাসি। ২০১৩ সালে ‘লুটেরা’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন। এরপর ‘হাফ গার্লফ্রেন্ড’, ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’, ‘কার্গো’, ‘ফরেনসিক’, ‘গ্যাসলাইট’-এর মতো সিনেমায় অভিনয় করেন। তবে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘টুয়েলভথ ফেল’ সিনেমা তাকে খ্যাতির চূড়ায় নিয়ে যায়।