‘পুষ্পা’ নায়ক আল্লু অর্জুন গ্রেপ্তার
দক্ষিণী তারকা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে হায়দরাবাদ পুলিশ। শুক্রবারই তাঁকে আটক করে চিক্করপল্লী থানায় নেওয়া হয়েছে বলে ভারতের একাধিক গণমাধ্যম জানাচ্ছে।
হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চিক্কদপল্লী থানার পুলিশের একটি দল জুবিলি হিলসের আল্লু অর্জুনের বাসায় পৌঁছে তাঁকে হেফাজতে নেয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে ৩৯ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। আহত হন বেশ কয়েক জন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন। এই ঘটনাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
গত ৪ নভেম্বর রাতে হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার ছিল। তেলুগু অভিনেতা সেখানে পৌঁছতেই দর্শক এবং অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের চাপে ভাঙে প্রেক্ষাগৃহের মূল গেট। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। গুরুতর আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন ওই মহিলার সন্তান।
অভিযোগ, অভিনেতার টিম অথবা ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের তরফে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা যায়নি।
হায়দরাবাদ পুলিশ আগেই জানিয়েছিল, সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ, অর্জুন এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১৮(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। মৃত মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতেই চিক্কাদপল্লী থানায় এই মামলা রুজু করে পুলিশ। তদন্ত শুরু হয়। গোটা ঘটনার নেপথ্যে দায়ী যাঁরা, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছিলেন হায়দরাবাদ পুলিশের ডিসি।