মাসব্যাপী ইফতার বিতরণ করবেন ডিপজল

অভিনয়ের বাইরে সামাজিক কর্মকাণ্ডের জন্যও বেশ নামডাক আছে মনোয়ার হোসেন ডিপজলের। এবার মাসজুড়ে ইফতারের আয়োজন করলেন এ অভিনেতা।
রাজধানী ঢাকার গাবতলী, আগারগাঁও এবং মহাখালীর আশপাশের এলাকায় প্রতিদিন জনসাধারণের মাঝে ইফতার বিতরণ করছে এ অভিনেতার প্রতিনিধিরা। প্রিজন ভ্যান করে এই ইফতার বিতরণ কার্যক্রম চলছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিপজল নিজেই। সোমবার ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানান ডিপজল।
ফেসবুকে ইফতার বিতরণের কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দ্বিতীয় দিনের মতো ইফতার বিতরণ কার্যক্রম চলছে, ইনশাআল্লাহ পুরো রমজানজুড়ে অব্যাহত থাকবে। দোয়া ও সহযোগিতা কাম্য।’
২০১৯ সালের অক্টোবরে এনটিভি অনলাইনের সঙ্গে এক আলাপে সামাজিক কর্মকাণ্ড নিয়ে ডিপজল বললেছিলেন, এখন তেমন কর্মকাণ্ড নেই। মসজিদ-মাদ্রাসা-এতিমখানায় সহযোগিতা করে যাচ্ছেন। যতদিন বেঁচে থাকবেন তাঁর সাহায্যের হাত অবারিত থাকবে, এই প্রতিশ্রুতি দিলেন জনপ্রিয় এ অভিনেতা।