‘সিগারেট নারী-পুরুষ দুজনের শরীরের জন্যই ক্ষতিকর’

সম্প্রতি প্রকাশ্যে ধূমপান প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব) বলেছেন, ‘রাস্তায় পুরুষ বা নারী কারোরই সিগারেট খাওয়া উচিত নয়। রোজার সম্মানে বাইরে কোনো খাবার খাওয়াই উচিত নয়।’
স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের পর একদল মানুষ তার অপসারণ চেয়ে রাজধানীতে বিক্ষোভ করেন। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানান।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কেউ কেউ স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের সমর্থন করেছেন কেউ আবার সমালোচনা করেছেন। এবার স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের সমর্থনে সেই আলোচনাতেই যোগ দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তার মতে, সিগারেট নারী-পুরুষ দু‘জনের শরীরের জন্যই ক্ষতিকর। তাই সকলেরই উচিত ধূমপান থেকে বিরত থাকা।
গতকাল মঙ্গলবার বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে চমক লিখেছেন, `সিগারেট একটি নারীর শরীরের জন্য যতটুকু ক্ষতিকর, পুরুষের শরীরের জন্যও ঠিক ততটুকু ক্ষতিকর । নারী পুরুষ সবাই ধূমপান করা থেকে বিরত থাকুন।’
অভিনেত্রীর এই স্ট্যাটাসের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন। কেউ কেউ আবার কটাক্ষও করেছেন। তবে চমককে নেটিজেনদের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তথ্যানুযায়ী, যে কোনো প্রকার তামাকই প্রাণঘাতী। ধোঁয়াযুক্ত তামাকজাত দ্রব্যে প্রায় সাত হাজারের উপর রাসায়নিক পদার্থ থাকে। এর মধ্যে কমপক্ষে ২৫০ টির মতো রাসায়নিক পদার্থ বিষাক্ত ও ক্যান্সারের কারণ হিসেবে পরিচিত। ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলেও মারাত্মক স্বাস্থ্য সমস্যা ঘটতে পারে। কখনো কখনো তা প্রাণঘাতীও হতে পারে। পরোক্ষ ধূমপানও মৃত্যুসহ স্বাস্থ্যের জন্য নানা ধরণের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
ডব্লিউএইচও জানায়, প্রচলিত তামাকজাত দ্রব্যের মতই নতুন ধরনের তামাকজাত দ্রব্যগুলোতেও একই ধরণের রাসায়নিক পদার্থ থাকে এবং তা শরীরের জন্য ক্ষতিকারক। যে সকল ব্যক্তি জীবনভর ধূমপান করেন, তারা গড়ে কমপক্ষে ১০ বছর কম বাঁচেন। বিশ্বব্যাপী, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তামাক সেবনের ফলে, প্রতি ৪ সেকেন্ডে এক জন এবং প্রতিদিন ২২ হাজার জনের অধিক মানুষ মারা যায়। তামাক ব্যবহারের ফলে মানুষের শরীরের প্রায় সব অঙ্গই ক্ষতিগ্রস্থ হয়। তামাক ব্যবহারজনিত মাথা থেকে পা পর্যন্ত হওয়া কিছু স্বাস্থ্য ক্ষতির চিত্র নিচে তুলে ধরা হলো।