ঈদে এনটিভিতে আসছে ‘রঙিন চশমায় বাবা’

নিম্ন মধ্যবিত্ত এক বাবা, যার নাম কুরবান আলি। সংসার আর সন্তানের জন্য সে নিজের জীবনই কুরবান করে দিয়েছে! মেয়ে কাজল বিশ্ববিদ্যালয়ে পড়লেও বাবার সাথে সংসার যুদ্ধে সে যেন সহযোদ্ধা! কখনো বাবার বদলে সে নাইট গার্ডের কাজ করে!কাজলের সহপাঠি মিশু তাকে চোখের কাজল বানাতে চায়। এক রাতে চুরির দায়ে আটক হয় কুরবান আলি! কাজল তখন ঘৃণা করে বাবাকে ভীষণ! শেষে বেরিয়ে আসে অন্য এক সত্য!
এমন গল্পেই নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘রঙিন চশমায় বাবা’। আহমেদ তাওকীরের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন তপু খান।
নির্মাতা তপু খান জানান, ‘গল্পটি বাবা-মেয়ের সম্পর্কের হলেও আছে এই শহরের অন্য এক বাস্তব চিত্র! যা কাঁদাবে, ভাসাবে আবেগে!’

গল্পে বাবা চরিত্রে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম। মেয়ে চরিত্রে রয়েছেন সাদিয়া আয়মান। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার ,কামরুন নাহার রুমা, শিশুশিল্পী ওয়াজিহা ফারজিন খান সহ আরও অনেক।
ঈদুল ফিতরে এনটিভির সাতদিন ব্যাপী অনুষ্ঠানমেলায় প্রচারতি হবে ‘রঙিন চশমায় বাবা’।