গর্ভাবস্থার শুরুতেই যে কারণে ডাক্তার দেখানো জরুরি
মাতৃত্ব বা পিতৃত্বের স্বাদ কে না পেতে চায়। কিন্তু সন্তান নেওয়ার আগে প্রস্তুতি জরুরি। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে গর্ভাবস্থায় করণীয় ও বর্জনীয় সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে গর্ভাবস্থায় করণীয় সম্পর্কে বলেছেন রাজধানীর মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টারের গাইনি ও বন্ধ্যত্ব বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাসরীন সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
যখন মা জানতে পারেন যে তিনি এখন গর্ভবতী বা তাঁর গর্ভাবস্থা চলমান। সেটি প্রস্রাব পরীক্ষার মাধ্যমে হয়তো তিনি বাসায় ডিটেক্ট করেছেন। তার পরে কখন আপনারা ডাক্তারের কাছে যেতে বলেন বা একটি বিশেষ পরীক্ষা রয়েছে, আলট্রাসনোগ্রাফি; সেটি আপনারা কখন করতে বলেন বা কত বার প্রয়োজন হয়, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. নাসরীন সুলতানা বলেন, একজন মা যখন...অ্যাকচুয়ালি যখন তার মাসিক বন্ধ হয়ে গেল, তখন আমরা প্রথম কারণ ধরে নিই প্রেগন্যান্সি। তারপর সেটা আমরা কনফার্ম করলাম, বাড়িতে যেটা আমরা স্ট্রিপ দিয়ে টেস্ট করে থাকি, সেটা দিয়ে। সেই টেস্টের পরেই তার উচিত একজন ডাক্তার বা মেডিকেল পারসনকে দেখানো। দেখানো কীসের জন্য, আরলি প্রেগন্যান্সিতে অনেক ধরনের প্রবলেম হয়, যেগুলো কি না আমরা প্রথম থেকেই ডিটেক্ট করতে পারি এবং প্রথম থেকেই আমরা যদি ম্যানেজ করি, তাহলে আলটিমেটলি কোনও জটিলতায় তার যেতে হয় না। তো এ ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা যেটাকে বলি বুকিং ভিজিট; এই বুকিং ভিজিটে সে আসবে এবং এ সময় আলট্রাসনোগ্রামসহ আরও কিছু বেজলাইন পরীক্ষা-নিরীক্ষা আমরা করি। ফলে খুব সহজেই বেরিয়ে আসে কোনও প্রবলেমে সে আছে কি না।
ডা. নাসরীন সুলতানা যুক্ত করেন, এই বুকিং ভিজিটে আমরা যে আলট্রাসনোগ্রাম করি, সেখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে থাকি। যেমন তার সিঙ্গেল প্রেগন্যান্সি অথবা টুইন প্রেগন্যান্সি। যদি টুইন প্রেগন্যান্সি হয়, মানে যমজ বাচ্চার ক্ষেত্রে, তাহলে তাকে আমরা ঝুঁকিপূর্ণ মা হিসেবে নিই। অনেক সময় দেখা যায় তার ব্লিডিং হওয়ার একটা পসিবিলিটি, যেটাকে আমরা থ্রেটেন অ্যাবরশন বলি। আলট্রাসনো করলে সেটাও চলে আসে। আর একটা জিনিস খুব ইমপরটেন্ট, সেটা হচ্ছে, অনেক সময় প্রেগন্যান্সি হওয়ার কথা জরায়ুর ভেতরে, সেখানে না হয়ে বাইরে কোথাও হয়েছে। সেটাকে আমরা একটোপিক প্রেগন্যান্সি বলি। এই একটোপিক প্রেগন্যান্সি যদি আরলি ডিটেকশন হয়... একটোপিক প্রেগন্যান্সির জন্য অনেক মায়ের মৃত্যু হয়।
গর্ভাবস্থায় করণীয় ও বর্জনীয় সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।