জরায়ুর অস্বাভাবিক রক্তক্ষরণে কারা বেশি ভোগেন?

বিভিন্ন রোগের কারণে জরায়ুর অস্বাভাবিক রক্তক্ষরণ হয়। জরায়ুর অস্বাভাবিক রক্তক্ষরণে কারা বেশি ভোগেন,
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৬৩৪তম পর্বে কথা বলেছেন
ডা. বেনজীর হক।
ডা. বেনজীর হক বর্তমানে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের অবস অ্যান্ড গাইনি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : জরায়ুর অস্বাভাবিক রক্তক্ষরণে কারা বেশি ভোগেন?
উত্তর : আমরা একে চারটি ভাগে ভাগ করি। বয়ঃসন্ধি মেয়েদের মধ্যে এটি হতে পারে। যাদের মাত্রই ঋতুস্রাব শুরু হয়েছে, ছয় মাস বা এক বছর আগে, মা-বাবা নিয়ে আসছে। মেয়ের বেশি রক্তক্ষরণ হচ্ছে। বিছানা থেকে উঠতে পারছে না, স্কুলে যেতে পারছে না। কিংবা যখন ঋতুস্রাব হয়েছিল, তখন সে ভালো ছিল, এখন দুই বছর ধরে তার এই সমস্যা। ছয় মাস বা এক বছর পরপর রক্তপাত হচ্ছে। এর কারণ হলো হাইপোথেলামাস। আমাদের মস্তিষ্কের একটি অংশ হলো হাইপোথেলামাস। সেখান থেকে উদ্দীপক যাবে পিটুইটারি গ্রন্থিতে। সেখান থেকে উদ্দীপক যাবে ওভারিতে। তো, দেখা যায় যখনই একজন মেয়ের ঋতুচক্র শুরু হয়, কিন্তু হাইপোথেলামাস, পিটুইটারি ও ওভারির পরিপক্ব থাকে না। সংকেত অনুসরণ করে না। এ ক্ষেত্রে এমন সমস্যা হতে পারে। এটি গেল বয়ঃসন্ধির সমস্যা।
আরেকটি হলো প্রজনন দল। এদের বেশি সমস্যা হয়। একটি হলো গর্ভাবস্থা সম্পর্কিত। হয়তো জানেনই না তিনি গর্ভাবস্থায় ছিলেন। গর্ভাবস্থায় গর্ভপাত হয়ে গেছে, তিনি বুঝতে পারেননি। ঋতুস্রাব ভালো হচ্ছে না। এক মাস, দুই মাস চলে গেছে। আসলে হয়তো নিজের অজান্তেই তাঁর গর্ভাবস্থা হয়েছিল, কিছু অংশ ভেতরে রয়েছে, এ জন্য তাঁর রক্তপাত হয়েছে। এটিও একটি ধরন। অনেকে হয়তো জন্মনিরোধক ওষুধ খাচ্ছেন, অনেকে হয়তো রক্তপাতের জন্য চিকিৎসা নিয়েছেন, এর মধ্যে হয়তো ডোজ ওলটপালট করেছেন। এ কারণেও রক্তক্ষরণ হচ্ছে।
আর ফাইব্রয়েডের জন্য জরায়ুতে টিউমার হয়। ফাইব্রয়েড, পেলভিক ইনফেকশন, এন্ড্রোমেট্রোসিস, এডিনোমাইসিসের কারণেও রক্তক্ষরণ হয়। জরায়ুর যে রোগগুলো, সেগুলো থাকলে তো অস্বাভাবিক রক্তপাত হবে।
আরেকটি দল হলো মেনোপজ (দীর্ঘমেয়াদে ঋতুস্রাব বন্ধ হওয়া) বা প্রিমেনোপজ যাঁদের হয়েছে, তাঁদের। তাঁদের রক্তক্ষরণকে আমরা গুরুত্ব দেব। কারণ, এখানে ক্যানসারজাতীয় কিছু হতে পারে। মেনোপজের পর রক্তক্ষরণ যদি একবারও হয়, তাহলে আমাদের গুরুত্ব দিতে হবে। কারণ, এর মধ্যে ৫০ ভাগই হয় ক্যানসারের জন্য।