বাংলাদেশে টেস্টটিউব বেবি ও এর ব্যয়
সন্তানের মুখ দেখার চেয়ে আনন্দের আর কী হতে পারে। কিন্তু অনেকেই নানান শারীরিক সমস্যার কারণে সন্তান ধারণ করতে পারেন না। বন্ধ্যত্বের সমস্যায় সন্তানহীন থাকেন অনেকে। কিন্তু বর্তমানে এর আধুনিক চিকিৎসা রয়েছে।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে টেস্টটিউব বেবি ও এর ব্যয় সম্পর্কে বলেছেন পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জয়শ্রী সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আওয়াল স্বাক্ষর।
আইভিএফ বা টেস্টটিউব বেবির সফলতা বাংলাদেশে কেমন এবং এর ব্যয় কত হতে পারে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. জয়শ্রী সাহা বলেন, এখন এই আইভিএফ বা টেস্টটিউব বেবি যেটা, অনেকেই এটি সম্পর্কে কমবেশি জানেন। বিশেষ করে যাঁরা অনেক দিন ধরে প্রেগন্যান্সি ট্রাই করছেন। সবাইকে আমরা আইভিএফের জন্য সাজেশন দিই না। কারণ, এটা বেশ কস্টলি একটা ট্রিটমেন্ট। বাংলাদেশের অনেক জায়গাতেই এটা হয় না। কিছু ইনফার্টিলিটি সেন্টার রয়েছে, সেখানেই এটা হয়। আমাদের দেশেই শুধু নয়, সারা বিশ্বে এর সাকসেস রেট শতকরা ৩৫ ভাগ। তবে কোনও কোনও সেন্টারে হয়তো এদিক-ওদিক হতে পারে। তবে এর সাকসেস রেট যে আহামরি অনেক ভালো, এটা নয়।
ডা. জয়শ্রী সাহা বলেন, আমি যদি হিসাব করি, ১০০ জনকে আইভিএফে ট্রিটমেন্ট করলে হয়তো শতকরা ৩৫ থেকে ৪০ ভাগের বেলায় সাকসেসফুল প্রেগন্যান্সি হচ্ছে। কাজেই এটা যে খুবই ইজিলি অ্যাভেইলেবল অথবা সবার ক্ষেত্রে সম্ভব, তা কিন্তু নয়। আইভিএফে যাওয়ার আগে যে স্টেপগুলো আছে, সেটা ফলোআপ করি। আইভিএফ ব্যয়সাপেক্ষ এবং আমাদের দেশে আশার খবর হচ্ছে, সরকার থেকে আমরা বেশ সাড়া পাচ্ছি। যেমন আমাদের বিএসএমএমইউ বা সাবেজ পিজি হসপিটাল অথবা ঢাকা মেডিকেল কলেজ, বিভিন্ন জায়গাতে ইনফার্টিলিটি সেন্টার চালু হয়েছে। সরকার তাদের বেশ ভালো ফান্ড দিচ্ছে, যেখানে আমরা চেষ্টা করি রোগীদের খরচ কমিয়ে এনে কীভাবে আমরা এই সেবা দিতে পারি। কারণ, সেবা তো ধনী-গরিবের জন্য নয়, সর্বজনীন।
স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।