ব্রেস্ট রিসাইজ কী, কীভাবে করবেন
শারীরিক সৌন্দর্যের নির্দিষ্ট কোনও সংজ্ঞা নেই। শারীরিক সৌন্দর্য হলো মানুষ যাতে স্বস্তি বোধ করে। অনেকের নিজের অঙ্গের অনেক কিছুই ভালো লাগে না। তারা চায় সেটি বদলাতে। সে জন্য এখন আধুনিক চিকিৎসাও রয়েছে। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে সৌন্দর্যবর্ধন সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে নাকের সৌন্দর্যবর্ধন সম্পর্কে বলা বলেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বিশেষজ্ঞ প্লাস্টিক সার্জন ডা. এ কে এম মুনিরুজ্জামান সানি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনার কাছে জানতে চাই। অনেকের হয়তো বিয়ের আগে থেকে অথবা বেবি হওয়ার পরে ন্যাচারাল একটি প্রসেসে শারীরিক পরিবর্তন হয়। ব্রেস্টের সাইজ হয়তো বড় হয়ে থাকে। সে ক্ষেত্রে যদি কেউ মনে করেন, আমি সেটাকে রিশেপ করতে চাই, একটা ভালো শেপে নিয়ে আসতে চাই; সে ক্ষেত্রে সার্জারির কোনও দরকার আছে কি না। প্রসিডিউর কী। সঞ্চালকের এ প্রশ্নের উত্তরে ডা. এ কে এম মুনিরুজ্জামান সানি বলেন, বয়সের সাথে সাথে সাধারণত ব্রেস্টে দুই ধরনের পরিবর্তন আসে। এক, হয়তো ব্রেস্টের আকার বৃদ্ধি পেতে পারে। আর দুই হতে পারে, ব্রেস্টের উপরের যে স্কিন, সেটার তো ইলাস্ট্রিসিটি কমে গেছে, ফলে কী হবে, ব্রেস্ট ঝুলে পড়বে। এবং এটাই সবচেয়ে কমন।
ডা. এ কে এম মুনিরুজ্জামান সানি বলেন, ব্রেস্ট ঝুলে পড়াটা খুব খুব কমন একটা সমস্যা। আগের দিনে মানুষ মনে করত, ঠিক আছে, এভাবে তো জীবন কেটেই যাচ্ছে। কিন্তু এখন মানুষ এগুলো নিয়ে বেশ সচেতন। এটাকে আমরা বলি ম্যাসতোপেক্সি সার্জারি। অর্থাৎ ব্রেস্টটা যে ঝুলে পড়েছে, সে ব্রেস্টটাকে আগের তারুণ্যদীপ্ত যে অবস্থাটা ছিল, সেই পজিশনে সেই শেপে ফিরিয়ে আনার প্রসিডিউর। আমরা স্কিনে কাটি, এটা সত্যি। তবে কাটাটা এমনভাবে পড়ে, যেটা খুব একটা চোখে পড়বে না। যদি এমন হয় অল্প একটু ঝুলে পড়েছে, সেটা টাইট করা সম্ভব। এমনভাবে সম্ভব যে দাগই দেখা যাবে না। কিন্তু যাদের অনেক ঝুলে পড়েছে, অথবা ঝুলে পড়ার সাথে সাথে রিডাকশনও করে দিতে হবে; একই সঙ্গে আপনাকে ভলিউমটাও কমিয়ে দিতে হবে, আবার টাইটও করে দিতে হবে—সে ক্ষেত্রে একটা দাগ থাকবে। সেটাও লুকানোর ব্যবস্থা আছে।
সৌন্দর্যবর্ধন বা বডি শেপিং সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।