শ্বেতী রোগের কারণ ও করণীয়
অনেকে শ্বেতী রোগের সমস্যায় ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে শ্বেতী রোগ ও এর প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে শ্বেতী রোগ ও এর প্রতিকার নিয়ে কথা বলেছেন অরোরা স্কিন অ্যান্ড হেয়ার রিসার্চ ইনস্টিটিউটের কনসালটেন্ট ডা. মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
শ্বেতী রোগের কারণ কী, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মাহবুবুর রহমান বলেন, এখন পর্যন্ত প্রকৃত কারণ মেডিকেল সায়েন্সে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, অটোইমিউন; অটোইমিউন বলতে আমাদের বডির একটা ডিফেন্স সিস্টেম আছে, যেটাকে আমরা প্রতিরোধক্ষমতা বলি, এই ডিফেন্স সিস্টেম মেলানোসাইডকে মনে করে যে শত্রু। তখন মেলানোসাইডকে ধ্বংস করে দেয়। এটাকে আমরা বলি অটোইমিউনিটি। মেলানোসাইড যখন ধ্বংস হয়ে যায়, তখন ওই জায়গাটা সাদা হয়ে যায়, মানে কালার থাকে না। মূলত এটাকে প্রধান কারণ হিসেবে এখনও পর্যন্ত গণ্য করা হয়।
ডা. মাহবুবুর রহমান যুক্ত করেন, জিনগত সংযোগ, বংশগত সংযোগকেও শ্বেতী রোগের কারণ হিসেবে গণ্য করা হয়। এ ছাড়া অক্সিডিটিভ স্ট্রেস বলে আরেকটা কারণ আছে, যে জন্য কোষগুলো ধ্বংস হয়ে যায়। মানসিক চাপ, দুশ্চিন্তা অনেক রোগের প্রধান কারণে একটি। চুল পড়ার একটি প্রধান কারণ মানসিক চাপ বা উদ্বেগ।
শ্বেতী রোগের আধুনিক চিকিৎসা কী, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মাহবুবুর রহমান বলেন, শ্বেতী রোগের বর্তমানে আধুনিক যে চিকিৎসাগুলো আছে, তার মধ্যে অন্যতম প্রধান হলো ফটোথেরাপি। এটি লাইটের মাধ্যমে চিকিৎসা এবং খুবই কার্যকর এবং খুবই নিরাপদ। বিশেষ করে ন্যারোব্যান্ড আলট্রাভায়োলেট ফটোথেরাপি এবং এক্সাইমার সিস্টেম; এগুলো হলো খুবই আধুনিক চিকিৎসা। এর মাধ্যমে সর্বাধিক ফল পাওয়া যায়। এ চিকিৎসাগুলো খুব বেশি ব্যয়বহুল না। অধিকাংশ রোগীর আয়ের সীমার মধ্যে এ চিকিৎসাগুলো পড়বে। এ ছাড়া খাওয়ার আধুনিক অনেক ওষুধ চলে এসেছে।
শ্বেতী রোগ কী, এর কারণ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন।